বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক শিক্ষাঙ্গণে কুবিকে প্রতিনিধিত্ব করতে ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ গঠন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ জাবিতে ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত ফুলবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা পেলো আড়াই শতাধিক রোগী পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নীলফামারীতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ধান চাষিরা কুবিতে ‘প্রভাতী’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন চৌদ্দগ্রামে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ সুবিদপুরে কুখ্যাত মাদক সম্রাট খলিল’-এর বিরুদ্ধে মানববন্ধন শাহজাদপুরে রাস্তায় মিলল যুবকের ক্ষতবিক্ষত লাশ ফুলপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ১০ জকসুর জন্য ৫ সদস্যদের নির্বাচন কমিশন গঠন চেহারার মিল থাকায় ‘মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে’ ধর্ষণের অভিযোগ মুরাদনগরে প্রতিবন্ধী শিশুর ওপর ধর্ষণের অভিযোগ মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভোলাহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বিভাগের সেরা ২০০ শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান জবি ছাত্রশিবিরের জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. শামসুল আলম, সম্পাদক অধ্যাপক জামাল উদ্দীন

একটি পরিবার দেওয়াল তুলে রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ টিএন্ডটি রোডে ইটের দেওয়াল তুলে প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি রাস্তার চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে শিক্ষার্থীসহ প্রতিদিন চলাচলকারী প্রায় দুই শতাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। রাস্তাটি উপজেলার কবিরাজ বাড়ি খালের উত্তর পাড় হয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মতিউর রহমানের বাড়ি পর্যন্ত বিস্তৃত।
এলজিইডির আওতাধীন এই রাস্তার আইডি নম্বর ৫৪২৮৪৫২৫৫।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটির মাটির কাজ শুরু হলেও মতিউর রহমানের বাড়ির সামনের অংশে ইটের দেওয়াল তুলে প্রায় ৫০ ফুট জায়গায় কাজ বন্ধ করে দেওয়া হয়। এতে পুরো সড়কের মাটি কাটার কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। এ অবস্থায় জনসাধারণের চলাচল স্বাভাবিক করতে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।
শনিবার (২৪ মে) বিকেলে মতিউর রহমানের বাড়ির সামনে রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে বক্তব্য দেন জহিরুল ইসলাম, মাহফুজুর রহমান বাচ্চু, তরিকুল ইসলাম, মো. আবদুল্লাহসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, শনিবার বিকেলে বেকু মেশিন দিয়ে রাস্তার কাজ চলাকালে মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম কাজে বাধা দেন, যার ফলে কাজ বন্ধ হয়ে যায়। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরেই এলাকাবাসী এই রাস্তা ব্যবহার করে আসছেন। কিন্তু হঠাৎ করে ইটের দেয়াল তুলে চলাচলের পথ বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অমানবিক।
এ বিষয়ে রাস্তার কাজের দায়িত্বে থাকা ঠিকাদার মনিরুজ্জামান রেজওয়ান বলেন,
“শুরু থেকে রাস্তার কাজ চলছিল। কিন্তু মতিউর রহমানের বাড়ি পর্যন্ত পৌঁছালে তার স্ত্রী হাজেরা বেগম কাজ করতে বাধা দেন। সেই থেকেই কাজ বন্ধ রয়েছে।”
অন্যদিকে, মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম জানান,
“রাতের অন্ধকারে রেজওয়ান তার লোকজন নিয়ে আমার ভবনের গা ঘেঁষে খাল কাটা শুরু করে। তারা যেখানে রাস্তা করতে চাইছে, সেটি আমার ক্রয়কৃত জমি।”
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত রাস্তা উন্মুক্ত করার দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩