সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম

শাহজাদপুরে জাল টাকার মামলায়  দুইজনের নয় বছরের সাজা

সিরাজগঞ্জের  শাহজাদপুরে জাল টাকা রাখার দায়ে দুই ব্যক্তিকে ৯ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৯ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন তারা। সোমবার (১৮ নভেম্বর )  শাহজাদপুর যুগ্ম ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুন অর রশিদ এ রায় দেন।

শাহজাদপুর যুগ্ম দায়রা  জজ আদালতের  এপিপি মো. মুস্তাফিজুর রহমান সবুজ  রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আবুল কালাম(৪০) ও বাবু মোল্লা মিয়া (৫৫)।  আবুল কালাম সিরাজগঞ্জের  শাহজাদপুর  উপজেলার জুগ্নিদহ  গ্রামের মৃত আমজাদ মোল্লার ছেলে এবং বাবু মোল্লা একই গ্রামের মৃত হাতেম মোল্লার  ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর  বিকেলে শাহজাদপুর উপজলার পাড়কোলা বাজারে  ২৫০০ টাকার জাল নোটসহ আবুল  কালাম ও বাবু মোল্লাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় থানার সেই সময়ের  শাহজাদপুর  এএসআই মো. মহিদুল হোসেন  বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করেন শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো:জাহিদুল ইসলাম।  তিনি আবুল কালাম ও  বাবু মোল্লাকে অভিযুক্ত করে আদালতে ২০১৬ সালে অভিযোগপত্র দেন।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার নয় বছরের মাথায় আদালত এ মামলার রায় দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩