বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাস্তা কেটে চাষাবাদ, চলাচলে দুর্ভোগ ‘দিনের ভোট রাতে’ করার অভিযোগ অনুসন্ধানে নামছে দুদক গাজা যুদ্ধবিরতি, বাইডেনকে কটাক্ষ করে যা বললেন ট্রাম্প ১০ লাখ টন চাল-গম আমদানি করছে সরকার: খাদ্য উপদেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই : আমির খসরু সাত দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার : আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজ নামে ডিজিটাল মুদ্রা চালু ট্রাম্পের, অভিষেকের আগেই বাজিমাত পাকিস্তানে একাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে: ইমরান খান সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল মাদ্রাসার ছাত্রদের মরদেহ সাবেক ৩ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদ ক্রোকের নির্দেশ সাইফের ওপর হামলা: গ্রেফতার সন্দেহভাজন যুবক বাংলাদেশি নয়

শাহজাদপুরে জাল টাকার মামলায়  দুইজনের নয় বছরের সাজা

সিরাজগঞ্জের  শাহজাদপুরে জাল টাকা রাখার দায়ে দুই ব্যক্তিকে ৯ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৯ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন তারা। সোমবার (১৮ নভেম্বর )  শাহজাদপুর যুগ্ম ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুন অর রশিদ এ রায় দেন।

শাহজাদপুর যুগ্ম দায়রা  জজ আদালতের  এপিপি মো. মুস্তাফিজুর রহমান সবুজ  রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আবুল কালাম(৪০) ও বাবু মোল্লা মিয়া (৫৫)।  আবুল কালাম সিরাজগঞ্জের  শাহজাদপুর  উপজেলার জুগ্নিদহ  গ্রামের মৃত আমজাদ মোল্লার ছেলে এবং বাবু মোল্লা একই গ্রামের মৃত হাতেম মোল্লার  ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর  বিকেলে শাহজাদপুর উপজলার পাড়কোলা বাজারে  ২৫০০ টাকার জাল নোটসহ আবুল  কালাম ও বাবু মোল্লাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় থানার সেই সময়ের  শাহজাদপুর  এএসআই মো. মহিদুল হোসেন  বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করেন শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো:জাহিদুল ইসলাম।  তিনি আবুল কালাম ও  বাবু মোল্লাকে অভিযুক্ত করে আদালতে ২০১৬ সালে অভিযোগপত্র দেন।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার নয় বছরের মাথায় আদালত এ মামলার রায় দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩