সোমবার, ০৭ Jul ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ):
আজ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ করে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্লোবাল স্ট্রাইকে সংহতি প্রকাশ করে সকল ক্লাস, পরীক্ষা ও ল্যাব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।
এদিন বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের উদ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র্যালীটি এনায়েতপুর এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, প্রফেসর আহসানুল্লাহ হাবিব, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মু. মাহফুজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ প্রমুখ। এসময় তারা ফিলিস্তিনে ইসরায়েল কতৃক নির্মম গণহত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধ করার জন্য বলেন।
তারা ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানান। মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পাশে থাকার আহবান জানান। মানববন্ধনে ফিলিস্তিনবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩