শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
প্রেষণামূলক প্রণোদনা পেলেন খুবির ৫ কর্মচারী কুড়িগ্রামে শিশু কল্যাণ নিশ্চিত করণে শিশু সুরক্ষা কমিটি গঠন মাভাবিপ্রবি ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিত সভাপতি সাগর এবং সাধারণ সম্পাদক দিপু চুনারুঘাটে ভাগিনার হাতে মামা খুন চর আব্দুল্লাহ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষধের দোকানে জরিমানা আমতলীতে নিবন্ধিত শিশুদের মাঝে বার্ষিক উপহার বিতরন শিবগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ কটিয়াদীতে ৩০ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ত্রাণ ও নগদ অর্থ বিতরণ কুবিতে র‍্যাগিংয়ের দায়ে ফের দুই শিক্ষার্থী বহিষ্কার বাঘাইছড়িতে প্রথমবারের মতো টাইফয়েড টিকা ক্যাম্পেইন: সমন্বয় সভা অনুষ্ঠিত মির্জাগঞ্জে মাদক কারবারি ও চোরাই মালামাল সহ ৪ জন গ্রেপ্তার কালাইয়ে মোবাইল কোর্টে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধন উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত রফিকুল আলম জাবিতে নানা নাটকীয়তার পর ফের বহাল পোষ্য কোটা জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী ন্যায্যমূল্যে সার নিশ্চিতে কৃষি অফিসের যত আয়োজন চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে সম্মিলিত গ্রামবাসী

দুর্ঘটনায় নিহত পোশাকশ্রমিককে স্বীকার করছে না কর্তৃপক্ষ, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার সকাল ৮টার দিকে আন্দোলন শুরু করে শ্রমিকরা। এর কিছু সময় বাদেই মহাসড়ক অবরোধ করে তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, মঙ্গলবার রাতে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানায় কাজ করা জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জেনে ছুটির আবেদন করেন তিনি। ছুটি না দিয়ে কারখানা থেকে দেওয়া পরিচয়পত্র রেখে জান্নাতুলকে চলে যেতে বলে কর্তৃপক্ষ। পরে তিনি বাড়ি চলে যান।

বুধবার ভোরে কারখানায় আসের জান্নাতুল। তবে পরিচয়পত্র না থাকায় তাকে কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। এ সময় বাড়ি ফিরতে গিয়ে ট্রাকচাপায় মারা যান এ নারী শ্রমিক। পরে কারখানা কর্তৃপক্ষ জান্নাতুল তাদের কর্মী নয় বলে দাবি করে। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।

এদিকে, মহাসড়ক অবরোধ করায় বিপাকে পড়েছে মহাসড়কটি ব্যবহারকারীরা। রাস্তার দুপাশেই দীর্ঘ যানজট দেখা গেছে। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একদল শ্রমিক। এতে মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩