শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিলো ‘ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। শিক্ষার্থীদের অভ্যর্থনা ও দিকনির্দেশনা দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে সহায়তা কেন্দ্র স্থাপন করে সংগঠনটি।
আয়োজকদের তথ্যমতে, ইনকিলাব মঞ্চের সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে গত ৩০ জানুয়ারি পরীক্ষার্থীদের সুবিধার জন্য পুরো কুমিল্লা শহরের সকল পরীক্ষা কেন্দ্রের একটি রোডম্যাপ তৈরি করা হয়। পরীক্ষার্থীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী রাখতে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকিংয়ের মাধ্যমে ন্যায্য ভাড়া নিশ্চিত করা হয়, যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। পাশাপাশি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার্থীদের জন্য একটি সহায়ক বুথ স্থাপন করা হয়, যেখানে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য খাবার পানি এবং শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল।
ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ হাসান অন্তুর বলেন, “আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে, হাদি ভাইয়ের একটি সংগ্রামী জীবনের নাম।তিনি যে কালচারাল ফ্যাসিজম এর বিরুদ্ধে লড়াই করেছে সেই লড়াইটা জারি রাখার জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি। আমাদের টিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য পানি, খাবারের ব্যবস্থা, যাতায়াত ব্যবস্তা এবং থাকার ব্যবস্থা করেছেন। সার্বিক সহযোগীতায় দুইদিনব্যাপী এ কার্যক্রম চলবে।”
উল্লেখ্য, শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্টিত হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩