শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন, কৃষি ও শিক্ষার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির প্রার্থী মো: ওয়ালী উল্লাহ।
(২৯ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে জাতীয় পার্টি বান্দরবানের আয়োজনে এক সংবাদ সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০নং আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো:ওয়ালী উল্লাহ এমন মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, পার্বত্য এলাকার সকল গোষ্ঠীর সহযোগিতায় আমরা এবারের নির্বাচনে জয়ী হবো, আর সংসদ সদস্য নির্বাচিত হলে আমরা বান্দরবানের বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তার দৃশ্যমান বাস্তবায়ন করবো।
এসময় তিনি আরো বলেন,পর্যটন নগরী বান্দরবানকে আরো সুন্দর করে সাজানো এবং পরিকল্পনা মাফিক টেকসই উন্নয়ন করে বিশ্বের কাছে বাংলাদেশের নাম উজ্বলে আমাদের কর্মপরিকল্পনা অব্যাহত রয়েছে। এলাকার বেকার সমস্যা দুরীকরণ ও কৃষির সাফ্যলে কৃষকদের পাশে আমাদের অবস্থান সবসময় থাকেবে। এসময় ৩০০নং আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো:ওয়ালী উল্লাহ সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে এসময় ৩০০নং আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো:ওয়ালী উল্লাহ, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম রেজা, জাতীয় পার্টির বান্দরবান জেলার সাধারণ সম্পাদক শওকত জামান মিশুক, সহ-সভাপতি এড.
জমির আহম্মদ, আবু জাফর,মো: নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহান, সদর উপজেলা সভাপতি বিশ্বনাথ রায় চৌধুরী, আলীকদম উপজেলা সাধারণ জুসেন ত্রিপুরা’সহ জাতীয় পার্টির বান্দরবান জেলার বিভিন্ন নেতাকর্মী, সাংবাদিক এম.এ হাকিম চৌধুরী,সাংবাদিক মূচা ফারুকী,সাংবাদিক মুহাম্মদ আলী,সাংবাদিক তুহিন হোসেন, মঈন উদ্দিন’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩