শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমানের গণসংযোগে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
শুক্রবার (৩০ জানুয়ারী) পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া বাজার ও কলাহাটা, কানাইপাড়া, হলহলিয়া, গোবিন্দনগর, গন্ডগোহালী, ধোপাপাড়া বাজার, হাড়োখালি, সৈয়দপুর, বারোপাখিয়া, বিলমাড়িয়া ইক্ষু সেন্টার ও বাসুদেবপুরসহ বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান স্থানীয় তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তরুণদের উদ্দেশে তিনি বলেন, যুবসমাজকে সঙ্গে নিয়েই ন্যায়ভিত্তিক সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, শিক্ষিত ও সচেতন তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। কর্মসংস্থান সৃষ্টি, নৈতিক শিক্ষা বিস্তার এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়াতে জামায়াতে ইসলামীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক মন্টু, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন সরকার, ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক আব্দুল আজিজ, জামায়াত নেতা অধ্যাপক শাখাওয়াত হোসেন মুন্সী, শ্রমিক নেতা আমিনুল ইসলাম ডালিম ও ফজলুর রহমান, জীবন, মুসাব্বিরুল এবং ছাত্রশিবির নেতা ইখলাস কাজীসহ দলীয় নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে উপস্থিত তরুণরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্বকে সংসদে পাঠানোর আগ্রহ প্রকাশ করেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩