শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলায় নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় মসজিদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোয়ারাবাজার উপজেলা সুপারভাইজার। প্রধান অতিথির বক্তব্য দেন মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান। তিনি তাঁর বক্তব্যে মডেল মসজিদকে শুধু ইবাদতের স্থান নয়, বরং নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামস উদ্দিন খান। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারাবাজার উপজেলা আমির ডা. হারুনুর রশিদ, হেফাজতে ইসলামের দোয়ারাবাজার উপজেলা আমির মাওলানা হোসাইন আহমদ, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, কুলাউড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক এফ. এম. আক্কাস আলী, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউপি সদস্য এরশাদুর রহমান।
এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মডেল মসজিদ নির্মাণকে সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সামাজিক উন্নয়নে মসজিদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩