শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
স্বাধীনতা পরবর্তী কেউ জনগণের কল্যাণে কাজ করেনি : ভিপি বাহাদুর ‎ডিম সিন্ডিকেটের বিরুদ্ধে তিন জেলার খামারিদের মানববন্ধন পুঠিয়ায় তরুণদের নিয়ে জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ ত্রিশালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘গণভোট’ নিয়ে বিভ্রান্তি দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন জাফলংয়ে বালু লুট, কারাদণ্ড ১১ জনের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০নং আসনে জাতীয় পার্টির প্রার্থী ওয়ালী উল্লাহ’র সাংবাদিক সম্মেলন শীতে লোডশেডিংয়ের ভোগান্তি, গ্রাহকেরা ক্ষুব্ধ ‎কুবি ভর্তি পরীক্ষা: ৩ কেন্দ্রে স্বপ্নভঙ্গ ১১ পরীক্ষার্থীর ‘তিন শতাধিক’ অনুসারী নিয়ে বিএনপি নেতার জামায়াতে যোগদান বিএনপি সব সময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে রাজনীতি করে : মোঃ আমিনুল ভর্তিচ্ছুদের জন্য কুবিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের আবাসন ও খাবারের ব্যবস্থা শ্রীবরদীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ লালমনিরহাটের মোঘলহাট সিমান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি জাজিরার সেনেরচরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক : নতুন অধ্যাদেশ জারি মান্দায় আগামী সংসদ নির্বাচনে জামায়তের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ : খ.ম আব্দুর রাকিব শেরপুরে সহিংসতার ঘটনায় সরকারের নিন্দা: জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দোয়ারাবাজার উপজেলায় নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় মসজিদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোয়ারাবাজার উপজেলা সুপারভাইজার। প্রধান অতিথির বক্তব্য দেন মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান। তিনি তাঁর বক্তব্যে মডেল মসজিদকে শুধু ইবাদতের স্থান নয়, বরং নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামস উদ্দিন খান। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারাবাজার উপজেলা আমির ডা. হারুনুর রশিদ, হেফাজতে ইসলামের দোয়ারাবাজার উপজেলা আমির মাওলানা হোসাইন আহমদ, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, কুলাউড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক এফ. এম. আক্কাস আলী, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউপি সদস্য এরশাদুর রহমান।

এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মডেল মসজিদ নির্মাণকে সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সামাজিক উন্নয়নে মসজিদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩