বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি, মানতে হবে যেসব নির্দেশনা পানি নেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী রক্তাক্ত মোংলায় যুবদলের নির্বাচনী প্রচারণা রাজাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে কুবি ছাত্রশিবির ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী নির্বাচনে AI-এর প্রভাব ও উত্তরণের পথ কুবিতে যুক্ত হলো নতুন তিনটি বাস দুমকিতে ধানের শীষের নির্বাচনী বৈঠক বানারীপাড়ায় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুনারুঘাটে এ.কে. ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা কক্সবাজারে অস্ত্র-মাদক দিয়ে গণমাধ্যমকর্মীকে ফাঁসানোর অভিযোগ কক্সবাজারে রামুতে অটো চালককে জবাই করে হত্যা বরিশালে ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কালকিনিতে হাতপাখা প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী ‘হাস’ প্রতীকে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি ও লেবুবুনিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কাছে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে ব্যারিস্টার মঈন ফিরোজী বিশেষভাবে নারী ভোটারদের সঙ্গে কথা বলেন, তাঁদের মতামত ও প্রত্যাশা শোনেন এবং নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে এলাকার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এছাড়া উত্তমপুর বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এলাকার চলমান সমস্যা, উন্নয়ন ঘাটতি এবং সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

তিনি বলেন, “আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। একটি প্রতিনিধিত্বশীল ও জনমুখী সংসদীয় ভূমিকার মাধ্যমে রাজাপুর–কাঁঠালিয়া এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করাই আমার লক্ষ্য।”

ব্যারিস্টার মঈন ফিরোজী আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা যদি আমাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করেন, তবে ‘হাস’ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে রাজাপুর–কাঁঠালিয়ার সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবো।”

নির্বাচনী প্রচারণাকালে তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এলাকার সাধারণ মানুষ মনে করছেন, ব্যারিস্টার হিসেবে তাঁর পেশাগত অভিজ্ঞতা, সংযত বক্তব্য এবং ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ তাঁকে নির্বাচনী মাঠে আলাদা মাত্রা প্রদান করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩