বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
আল শাহরিয়া আমিন, নড়াইল প্রতিনিধি:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ১ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ওবাইদুল্লাহ কায়সার এর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ তারিখ) বিকাল ৩ টার সময় শেখহাটি বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
এই জনসভায় উপস্থিত ছিলেন নড়াইল- ১ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ওবাইদুল্লাহ কায়সার , জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, শিবিরের জেলা সেক্রেটারি তাজ মোহাম্মাদ , জামায়াতের সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি মাও : রফিকুল ইসলাম,শিবিরের সাবেক জেলা সভাপতি মো: আব্বাস আলী এবং ১০ দলীয় জোট ও জেলা, উপজেলা, স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় নেতারা বলেন,জনগণ যদি আমাদের কে দেশের সেবা করার সুযোগ দেয় তাহলে বেকার যুবকদের দক্ষতা অনুযায়ী কর্মস্থার ব্যাবস্হা করবো এবং কৃষক, শ্রমিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ১০ হাজার থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত সুদ বিহীন ঋণ প্রদান করবো।
এই জনসভার সভাপতিত্ব করেন হাফেজ আসলাম হোসাইন তার বক্তব্য এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩