বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধি:
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া সংলগ্ন একটি বিলের মাঝখান থেকে জবাই করা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের জানান, নিহত ব্যক্তির বাড়ি রামুর পানিরছড়া এলাকায়। তিনি পেশায় একজন টমটম চালক ছিলেন বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী। মরদেহটি বিলে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে অজ্ঞাত ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি তার বাড়ি রশিদ নগর এলাকায় বলে বিষয়টি নিশ্চিত করেন রামু থানা ওসি, তিনি জানান
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩