সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে ঢেলে সাজাতে দাঁড়িপাল্লা’র বিকল্প নেই : খন্দকার আব্দুর রাকিব ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবচরে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধার নলছিটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪ মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সুন্দরবন ইউনিয়নে যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়বাহী টমটম উল্টে চালক আহত পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন, মহাসড়ক অবরোধ আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেফতার মিনিয়াপোলিসে গুলিতে নিহত বিক্ষোভকারী: আইসিই’র বিরুদ্ধে অলিভিয়া ওয়াইল্ডের নিন্দা ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রশ্নবিদ্ধমুক্ত করতে ডিমলায় নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এবং ঢাকা নির্বাচন ইনস্টিটিউটের সহযোগিতায় রবিবার ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরানুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ নায়েরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ শেখ জাহিদুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফর কবীর সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ নিয়াজ মেহেদী, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম, ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলা প্রশাসক মোঃ নায়েরুজ্জামান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা, আইন মেনে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবেলার নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, এবারের নির্বাচনে ডিমলা উপজেলায় মোট ৮৪টি ভোটকেন্দ্রে ৮৪ জন প্রিজাইডিং অফিসার এবং ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তারা কেন্দ্রগুলোতে রাত্রীকালীন অবস্থান, নিরাপত্তা এবং যাতায়াত সংক্রান্ত সুবিধা-অসুবিধা সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩