বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

চবির ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি প্রতিযোগী ৩৫ জন

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সোমবার অনুষ্ঠিত হবে। শিক্ষা অনুষদভুক্ত এই উপ-ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে ৩৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন জানান, শিক্ষা অনুষদের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত ডি-১ উপ-ইউনিটে মোট আসন রয়েছে ৪০টি।

এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৪২১ জন শিক্ষার্থী। উপ-ইউনিটটির ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে আসন নিশ্চিত করতে হবে। প্রবেশপত্র প্রদর্শন সাপেক্ষে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। বেলা ১১টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী, প্রার্থীরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে থেকে নিজ নিজ আসনের অবস্থান জানতে পারবেন। তবে সিট প্ল্যান দেখার আগে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

পরীক্ষার দিন প্রত্যেক পরীক্ষার্থীকে ডাউনলোডকৃত এক কপি প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা এ-লেভেলের ক্ষেত্রে স্টেটমেন্ট অব এন্ট্রির মূল কপি সঙ্গে আনতে হবে।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় জানানো হয়েছে, পরীক্ষার হলে এফএক্স-১০০ বা এর নিচে সাধারণ মানের (মেমোরি অপশন ও সিমবিহীন) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে বি ইউনিট এবং বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একই সঙ্গে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথসহ যেকোনো ধরনের যোগাযোগ ডিভাইস পরীক্ষার হলে নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে প্রচারিত গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে জাতীয় পরিচয়পত্র বা নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে।

মানবণ্টন অনুযায়ী, সব ইউনিটের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নপদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ডি-১ উপ-ইউনিটে ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫। অন্যান্য ইউনিটে পাস নম্বর ৪০।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ৭ জানুয়ারি বি-১ এবং ৮ জানুয়ারি বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩