বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান : ৩ হাজার টাকা জরিমানা কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ বাগআঁচড়ায় ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা দোয়ারাবাজারে জামায়াতের ছাত্র সমাবেশে আবু সাইদ ও হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আহ্বান অসহায় বিধবা মহিলাকে খাদ্য, শীতবস্ত্র ও স্থায়ী ঘরের আশ্বাস দিলেন ইউএনও আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন সরিষার সোনালী ফুলে মধু’র স্বপ্ন বুনছে কৃষক কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার মোবাইল, ওয়ালেট হারানো ও অনলাইন প্রতারণা ঠেকাতে বাংলাদেশি দুই শিক্ষার্থীদের উদ্ভাবন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ ‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল পুরো ঢাকার শহর খালেদা জিয়ার জানাজায় পরিনত হয়েছিলো : এবিএম মোশাররফ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রপ্তানি আয়ে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে

২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় ৩ হাজার ৯৬৮ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা নভেম্বর ২০২৫-এর তুলনায় ১.৯৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি দেশের রপ্তানি সাফল্যে গতিশীলতার প্রতিফলন।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৯৮ দশমিক ৮৭ মিলিয়ন ডলার। তবে গত অর্থবছরের একই সময়ের (২৪ হাজার ৫৩৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার) তুলনায় ২.১৯ শতাংশ হ্রাস পেয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৫ সালের ডিসেম্বরে রপ্তানি আয় বার্ষিক ১৪.২৫ শতাংশ হ্রাস পেয়েছে।

রপ্তানি আয়ের মূল ভিত্তি হিসেবে বরাবরের মতো তৈরি পোশাক খাত তার অবস্থান ধরে রেখেছে। ২০২৫ সালের ডিসেম্বরে এই খাত থেকে আয় হয়েছে ৩ হাজার ২৩৪ দশমিক ১৩ মিলিয়ন ডলার, যা নভেম্বর মাসের তুলনায় ১.৯৭ শতাংশ বেশি।

নিটওয়্যার এবং ওভেন পোশাক রপ্তানি উভয়ই এই প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। এছাড়া, নভেম্বর ২০২৫-এর তুলনায় বেশ কিছু পোশাক বহির্ভূত (নন-আরএমজি) খাতেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এর মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য, বিশেষায়িত টেক্সটাইল, হোম টেক্সটাইল, হিমায়িত ও তাজা মাছ, শাকসবজি, রাসায়নিক পণ্য, রাবার, চামড়া এবং বাইসাইকেল যা রপ্তানি বহুমুখীকরণের ধারাবাহিকতা প্রতিফলিত করে।

প্রধান রপ্তানি গন্তব্যগুলোর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বরে শীর্ষ তিনটি বাজার হিসেবে অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং যুক্তরাজ্য। এই দেশগুলোতে প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৭.১৪ শতাংশ, ১৮.০৮ শতাংশ এবং ১৪.৫০ শতাংশ।

এ ছাড়া বেশ কিছু উদীয়মান ও কৌশলগত বাজারেও রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত (২৫.৩৯ শতাংশ), অস্ট্রেলিয়া (২১.৩৩ শতাংশ) এবং কানাডায় (৯.১৩ শতাংশ) রপ্তানি বৃদ্ধি পেয়েছে যা বিশ্ববাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান উপস্থিতি সম্প্রসারনের নজির।

সার্বিকভাবে, বিশ্বজুড়ে চাহিদার মন্দাভাব, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্ক , যেসব বাজারে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করে সেখানে চীনের বাড়তি মনোযোগ, তীব্র বিশ্ব প্রতিযোগিতা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং চলমান ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক অনিশ্চয়তা বাংলাদেশের রপ্তানি খাতে উল্লেখযোগ্য বাহ্যিক চাপ সৃষ্টি করছে। এই বিষয়গুলোই বর্তমানে রপ্তানি পরিস্থিতির চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।

সূত্রঃ বাসস

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩