সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
সুন্দরবনের গহীন অরণ্যে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনদস্যু বাহিনী। এবার সুন্দরবনের চাদপাই রেঞ্জ সংলগ্ন এলাকা থেকে এক রিসোর্ট মালিক ও দুই পর্যটকসহ মোট ৩ জনকে অপহরণের খবর পাওয়া গেছে। সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যু আতঙ্ক। পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের তুলাতলা এলাকা থেকে এক রিসোর্ট মালিক এবং দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে চাঁদপাই রেঞ্জের ঢাংমারীর সুন্দরবনসংলগ্ন কেনুর খাল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
দাকোপ থানার তথ্য মতে অপহৃতরা হলেন, গোল কানন’ রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়, দুই পর্যটক মো. সোহেল ও জনি। শুক্রবার নারী-পুরুষসহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে যান। এদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘গোল কানন’ রিসোর্ট বুকিং নিয়ে রাত যাপনের জন্য ওঠেন। পরে বিকেলে ওই রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক নৌকায় বনের ছোট খালে ঘুরতে বের হন। তার সাথে থাকা দুইজন পর্যটক এবং তাকে একদল সশস্ত্র দস্যু তাদের গতিরোধ করে। দস্যুরা অস্ত্রের মুখে ট্রলারটি থামিয়ে ট্রলারে থাকা অন্য চালক ও সহযোগীদের মারধর করে এবং রিসোর্ট মালিকসহ তিনজনকে বনের গহীন তলে নিয়ে যায়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, অপহৃতদের মুক্তির বিনিময়ে ৪০ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয়েছে। কয়েক বছর আগে সুন্দরবন ‘দস্যুমুক্ত’ ঘোষণা করা হলেও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দস্যু বাহিনী নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে স্থানীয় বনজীবী ও পর্যটন ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার পরপরই বনবিভাগ ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।
পিক সিজনে সুন্দরবনে পর্যটকদের ভিড় যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে এই অপহরণের ঘটনা পর্যটন ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাধারণ পর্যটকরা বনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩