শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
১০ ডিসেম্বর (বুধবার) মধ্যে রাতে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি বাজারে ৪টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের পিছন থেকে টিন কেটে দোকান ভিতরে থাকা মূল্যবান মালামালসহ নগদ চুরি করে নিয়েছে। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ভোর ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা একই সঙ্গে বাজারের ৪টি দোকানে হানা দেয়।
মেসার্স ইদ্দিস স্টোর এই মুদি দোকান থেকে নগদ অর্থ এবং ১ লক্ষ টাকার অধিক মূল্যের সিগারেট চুরি হয়েছে বলে মালিক দাবি করেছেন। এতে তিনি হতাশা গ্ৰস্থ হয়ে পরেছেন।
মমিন স্টোর এই চায়ের দোকান থেকে সিগারেট, পানি এবং জর্দা চুরি হয়েছে বলে মালিক অভিযোগ করেছেন। কয়েক মাস আগে এই দোকান শুরু করেছে। তার দোকান থেকে মালামাল চুরি হওয়ার নতুন হিসেবে তিনি অনেকটা সমস্যায় পরেছেন।
অপর দুটি দোকান ছিল কমিরুল চা স্টোর এবং সোবাহানের ইলেকট্রনিক দোকান। এই দোকান দুটি টিন কেটেছে কিন্তু ভিতরে ঢুকতে পারেনি যার কারণে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, “আমরা সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করে টাকা জমাই। এভাবে রাতের অন্ধকারে সবকিছু চুরি হয়ে গেলে আমাদের পথে বসতে হবে। বাজারে কোনো নৈশপ্রহরী নেই, এটাই সুযোগ নিয়েছে চোরেরা।”
একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, বাজারে রাতে কোনো নৈশপ্রহরী না থাকায় এর আগেও এমন চুরির ঘটনা ঘটেছে। এলাকায় মাদক সেবন দিন দিন প্রকট আকার ধারণ করছে। এই কাজটি মাদক সেবন কারিগাও করতে পারে।
এলাকাবাসীর দাবি, পুলিশ দ্রুত এই চুরির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। কারণ জয়মনিতে প্রতি বছর ঘর থেকে শুরু করে দোকান চুরির ঘটনা ঘটেছে। এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয় পরবর্তীতে আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩