বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ত্রিশালে নবনিযুক্ত ইউএনওকে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে কারবারিসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল জাবির বটতলায় হোটেলে অগ্নিকাণ্ড, ১ কর্মচারী আহত কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল বান্দুরা আল-আমীন মাদ্রাসায় নুরানি থেকে মিসকাত পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান গঠনমূলক লেখনি রাষ্ট্রকে এগিয়ে নেয়: বাউফলের বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির নলছিটিতে প্রধান শিক্ষীকার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা ডিমলায় বিদ্যালয়ের ধানক্ষেত লুট করে জবর দখল করলো ভূমি দস্যুরা মধ্যনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বাঁশখালী থানায় নতুন ওসি খালেদ সাইফুল্লাহ-বদলি হলেন সাইফুল ইসলাম ডিমলায় কৃষকের অ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহে লটারি অনুষ্ঠিত ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শিবচরে এক্সপ্রেসওয়েতে ট্রাক, বাস সংঘর্ষে নিহত ৩ বিএনপির যৌথ কর্মীসভা ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাবির বটতলায় হোটেলে অগ্নিকাণ্ড, ১ কর্মচারী আহত

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় মোহাম্মদ হাবিব মিয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

(২রা ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হোটেলের এক কর্মচারী জহির দগ্ধ হয়ে আহত হন।

হোটেলের কর্মচারী ও প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, “হঠাৎ সিলিন্ডার থেকে শব্দ হয়, তারপর আগুন বের হতে দেখি। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা নেভানোর চেষ্টা করলেও পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীরনগর আলম বলেন, “দোকানের গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বা সংযোগস্থলে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। দ্রুত নিয়ন্ত্রণে আনতে পেরেছি, তাই বড় ধরনের ক্ষতি হয়নি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ.কে.এম রাশিদুল আলম বলেন,আমাদের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আগুন নেভাতে সহায়তা করে। তাৎক্ষণিক ব‍যাবস্হা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের দোকানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩