সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রসাদপুর দলিল লেখক সমিতির উদ্দোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বরিশালে নতুন পুলিশ সুপার ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করলেন কাঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা কোম্পানীগঞ্জে অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে তনয়–আব্দুল্লাহ ৪৫ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জৈন্তাপুরে মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে উদয়ন সংঘের গুণীজন সংবর্ধনা ৩৬ বছরের প্রিয় শিক্ষিকাকে অশ্রুসজল নয়নে ফুলের গাড়িতে বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিভাগীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ডিমলায় ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শিবচরে অনুষ্ঠিত হলো লাখ টাকার ফুটবল টুর্নামেন্টর জমজমাট ফাইনাল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন-প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও সমাবেশ কলেজ ও হসপিটাল নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক নবীনগর গড়বো- নজু বালিয়াকান্দিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়ার মাহফিল রাজশাহীর চারঘাটে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা ত্রিশালে সাংবাদিক হামলার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার-২ ঈদগাঁহ গ্রামার স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হযরত শাহ আরফিন (রহ.) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ৯ম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন সম্পন্ন

কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে তনয়–আব্দুল্লাহ

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নয় সদস্যের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আতিকুর রহমান (তনয়) এবং সাধারণ সম্পাদক হয়েছেন বার্তা বাজারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ।

সোমবার (১ ডিসেম্বর) সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের, উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নাহিদ ইকবাল, সদ্য সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রিফাত এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক জাভেদ রায়হান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বর্তমানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারিয়াম আক্তার শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমার শহর এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাজিদুর রহমান। অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক সকাল এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফি হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দ্যা ঢাকা ডায়েরি এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল হাকিম বাপ্পী, তথ্য ও পাঠাগার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফেস দ্যা পিপল এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসিন আরমান। পাশাপাশি, কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা প্রকাশ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল শাহরিয়ার অন্তু ও সময় জার্নাল এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুদীপ্ত সাহা।

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, ‘সর্বদা সত্যের সন্ধানে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সবসময় কাজ করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সামনেও ক্লাবের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। শিক্ষার্থীদের কল্যাণে স্বচ্ছ ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

সদ্য মনোনীত সভাপতি মো. আতিকুর রহমান (তনয়) বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের এই পদবি আমার কাছে শুধু পদ নয়, এটি আমার কাছে একটি দায়িত্ব। শুরু থেকে দেখে এসেছি কুবি প্রেস ক্লাব শুধু সংবাদ সংগ্রহ বা প্রচারের কেন্দ্র নয়, বরং এটি সত্য, ন্যায় ও দায়িত্ববোধের চর্চার জায়গা। এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমার সকলের সহযোগিতা প্রয়োজন। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে, কমিটির সকলের সহযোগিতায় কুবি প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।’

উল্লেখ্য, উক্ত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩