শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেঞ্জ টুগেদার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় লোকসংস্কৃতি প্রতিযোগিতা ‘নবান্নে বাঙালিয়ানা ২.০’-এ প্রথম রানার্স আপ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আন্তঃবিশ্ববিদ্যালয় লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা, পল্লীমেলা, লোকসুরে সাজানো বিশেষ সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন গ্রামীণ আয়োজন অনুষ্ঠিত হয়।
১৭ টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং ২য় রানার-আপ হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের সভাপতি যাহরা বাতুল মেহরীন বলেন, “এটা আমাদের জন্য সত্যিই একটি বড় অর্জন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব ড্যাফোডিল ইউনিভার্সিটির ফোক ফেস্ট প্রতিযোগিতায় ১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে – এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের দলের কঠোর পরিশ্রম, একতা এবং সবার আন্তরিক সহযোগিতা।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩