শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
মো: সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধি:
আসন্ন জকসু নির্বাচনে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের ( ২০তম আবর্তনের) শিক্ষার্থী মোঃ নাজমুল হক অনন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। দায়িত্বশীল, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নির্মাণকে সামনে রেখে তিনি একটি সুস্পষ্ট ও গঠনমূলক খসড়া ইশতেহার প্রকাশ করেছেন।
আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় এক বিবৃতিতে তিনি জকসুতে সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন এবং খসড়া ইশতেহার প্রকাশ করেন।
অনন্ত তার ঘোষিত ইশতেহারে যে মূল প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন- ১. শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসের সর্বত্র মাদকবিরোধী কার্যক্রম ও কঠোর তদারকি জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ২. ক্যাম্পাসে থাকা পথকুকুরের জন্য নিরাপদ স্থান তৈরি ও নিয়মিত খাদ্য সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি, যাতে প্রাণীর কল্যাণ নিশ্চিত হয় এবং শিক্ষার্থীরাও নিরাপদ থাকে। ৩. শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বাস র্যাগিংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ তার অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ৪. কাঠালতলায় থাকা দুটি অচল বাস সরিয়ে সেখানে ছোট খুচরা দোকান স্থাপনের প্রস্তাব করেন অনন্ত, যাতে রাত আটটার পর উন্মুক্ত লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রয়োজনীয় জিনিস সহজে সংগ্রহ করতে পারেন। ৫. ২ ও ৩ নম্বর গেট খোলা রাখার দাবি তার ইশতেহারে উঠে এসেছে। ৬. ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট ও স্বচ্ছ নীতিমালা প্রণয়ন
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সুবিধার্থে একটি স্থায়ী, পরিষ্কার ও ন্যায়সঙ্গত ভর্তি নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি। ৭. ক্যাম্পাসের সামনে বাস স্ট্যান্ড স্থানান্তর। শিক্ষার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও যাতায়াত সুবিধা বিবেচনায় ক্যাম্পাস চত্বরের সামনে থাকা বাস স্ট্যান্ড সরানোর পরিকল্পনাও তার ঘোষণায় রয়েছে।
খসড়া ইশতেহারের প্রসঙ্গে মোঃ নাজমুল হক অনন্ত বলেন, “একটি স্বয়ংসম্পূর্ণ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়াই আমার প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের নিরাপত্তা, সুবিধা ও কল্যাণ নিশ্চিত করতেই আমি নির্বাচন করছি।প্রাথমিক ভাবে শিক্ষার্থীদের মতামত জানার জন্য খসড়া ইশতেহার প্রকাশ করেছি, এটাকে আরও সংশোধন করে শিক্ষার্থীবান্ধব ইশতেহার প্রকাশ করব খুব শিগ্রই ”
জানা যায় অনন্ত এর দেশের বাড়ি জামালপুর জেলায়। রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার খসড়া ইশতেহার প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি ইতোমধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩