বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মাটি জল রাখি পরিষ্কার-বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান অপপ্রচারের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে ওসি’র প্রেস ব্রিফিং কুবিতে প্রথম বারের মতো ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মনোনয়ন দৌড়ে নতুন বার্তা শিবচরে নাভীলার শক্তিশালী শোডাউন কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ভুরুঙ্গামারীতে এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু নাসির নগরের বিএনপির মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে ছাত্রদলের মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর মহিপুরে যৌথ বাহিনীর অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা ‎মাভাবিপ্রবিতে তারেক রহমানের জন্মদিনে উপলক্ষে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ডিমলায় যাতায়াতের রাস্তা ইটের প্রাচীর তুলে বন্ধ করায়, সংবাদ সম্মেলন জগন্নাথে অষ্টম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরী উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ঝিনাইগাতীর হাতিবান্ধা শাখায় আগুন বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা ৩৬ ঘণ্টার হরতালে বন্ধ যোগাযোগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের (SDC) উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ‘JKKNIU To ABROAD – Season 3’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারটির সভাপতিত্ব করেন স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি মো. মোস্তাকিম। সেমিনারে আইইএলটিএস প্রস্তুতি, বিদেশে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং ক্যারিয়ার সুযোগ নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এতে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ (আইইএল)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অভিজিৎ সরকার। আরও বক্তব্য রাখেন আইইএল-এর ইন্সট্রাক্টর নিশাত সালসাবিল, মো. মাকিম এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা সৈকত বণিক। স্বাগত বক্তব্য দেন স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের অ্যালুমনাই রিশিতা সাহা।

অভিজিৎ সরকার তার বক্তব্যে বলেন, বিদেশে পড়াশোনা কেবল সার্টিফিকেট অর্জনের জন্য নয়; এটি দক্ষতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক মান তৈরি করার পথ। এই লক্ষ্যে আইইএল শিক্ষার্থীদের ভাষা প্রশিক্ষণের পাশাপাশি ব্যক্তিগত মেন্টরিং, প্রোফাইল বিল্ডিং, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং স্কলারশিপ আবেদনে সহায়তা দিয়ে থাকে।

সভাপতির বক্তব্যে মো. মোস্তাকিম বলেন, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি এবং তাদের কর্মক্ষেত্রের প্রতিযোগিতায় প্রস্তুত করা। আমরা চাই, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে শুধু একাডেমিক জ্ঞান অর্জন করেই না, বরং উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা, বৈশ্বিক দক্ষতা এবং পেশাগত উন্নয়নে নিজেদের ভবিষ্যৎ এগিয়ে নিতে পারেন। আজকের বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারটি শিক্ষার্থীদের সেই লক্ষ্য অর্জনে দিকনির্দেশনা দেবে বলে আমাদের বিশ্বাস। আশা করি এই আয়োজন শিক্ষার্থীদের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

এছাড়া অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩