বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মহিপুরে যৌথ বাহিনীর অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা ‎মাভাবিপ্রবিতে তারেক রহমানের জন্মদিনে উপলক্ষে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ডিমলায় যাতায়াতের রাস্তা ইটের প্রাচীর তুলে বন্ধ করায়, সংবাদ সম্মেলন জগন্নাথে অষ্টম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরী উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ঝিনাইগাতীর হাতিবান্ধা শাখায় আগুন বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা ৩৬ ঘণ্টার হরতালে বন্ধ যোগাযোগ কারিতাসের ‘ধরিত্রী’ প্রকল্পের মাঠ দিবসে জৈব চাষে কৃষকদের আগ্রহ মোংলায় বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড নাসির নগরে ধানের শীষের মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে পদ্মা ব্যাংকের লেনদেন স্থবির, গ্রাহকদের চরম দুর্ভোগ কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গেম নয়, নিয়ম মেনে বিদেশ-শিবচরে কর্মশালায় ইউএনও ইবনে মিজান দোয়ারাবাজারে মাদকের ছাড়াছাড়ি দুমকিতে খাসজমির দোকান দখলের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও ব্র্যাকের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, আটক ৪ প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথে অষ্টম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো: সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অষ্টম আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটি আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধোপখোলা মাঠে উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, স্বাস্থ্য রক্ষায় খেলাধুলা হচ্ছে অন্যতম মাধ্যম। আমাদের বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই অনেক সমস্যা রয়েছে, আমরা দায়িত্ব নিয়েছি মাত্র ১৪ মাস হয়েছে, এর মাঝেই আমরা ২য় বারের মত এ টুর্নামেন্টের আয়োজন করছি । ক্রীড়াক্ষেত্রে ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। আমাদের অনেক স্বল্পতা, তবে বাজেট যেহেতু এবার বেড়েছে তারমানে মাঠের উন্নতিতেও আমরা সর্বোচ্চ চেস্টা করবো। এছাড়াও আজকে যে দাবি এসেছে জগন্নাথে ফিজিক্যাল ইন্সটিটিউট স্থাপনের, আশা করি আমাদের জগন্নাথে এটিও হবে। আমরা আশা করি প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের থেকে সফল প্রতিযোগী বের করে তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দিতে হবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, এছাড়াও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপকমিটির (ফুটবল ও হকি) আহবায়ক অধ্যাপক ড. মোহা আলী নুর।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, শারীরিক ও মানসিক দিক দিয়ে ফিট থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। বর্তমানে দেশে ফুটবল মানেই মারামারি, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শৃশঙ্খলতা বজায় রেখেই পূর্বের ন্যায় এই টুর্নামেন্ট সমাপ্ত করবে এই প্রত্যাশা।

এ ছাড়াও কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন সভাপতির বক্তব্যে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরা, খেলোয়াড়রা যা চায় আমাদের সেই ব্যবস্থাই করতে হবে। পাশাপাশি এই মাঠের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করছি বিশেষ ভাবে নজর দেয়ার জন্য।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাসের সঞ্চালনায়, উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা সহ,বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন দলের টিম ম্যানেজারসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এ প্রতিযোগিতায় ৩৮টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটসহ মোট ৪০টি দল অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩