শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
স্ত্রীর গলাকাটা মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী রাজবন বিহারে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দীপেন দেওয়ান উন্নত, দুর্নীতিমুক্ত বাউফল গড়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ- ড. শফিকুল ইসলাম মাসুদ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ৩ জানুয়ারি বাউফলে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সহধর্মিণী কুয়াকাটা সংলগ্ন আলিপুর বাজারে ডেঙ্গু দমনে পরিচ্ছন্নতা অভিযান শুরু বাউফলে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত কুবির রোটার‍্যাক্ট ক্লাব ও আনন্দলোক স্কুলের মধ্যে সমঝোতা চুক্তি শিবচরে ৩১ দফা প্রচারে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম-১ বিএনপির নারী ভোটারদের উঠান বৈঠক শেরপুরে জাতীয় যুব ফোরামের উদ্যোগে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শরীয়ত অস্বীকারকারীদের পরিণতি আরও ভয়াবহ হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ সিলেট-৪ আসনে প্রচারণা শুরুর ঘোষণা: নিউইয়র্ক থেকে দেশে ফিরছেন প্রকৌশলী রাশেল উল আলম শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ যুবক আটক নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত চিহ্নিত মাদক কারবারি অংকন পাঠান গ্রেপ্তার কুবিতে অনুপ্রাসের নতুন কমিটি ঘোষণা খুবিতে কুসাকের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুবির রোটার‍্যাক্ট ক্লাব ও আনন্দলোক স্কুলের মধ্যে সমঝোতা চুক্তি

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব এবং আনন্দলোক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস স্কুলের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

রোটার‍্যাক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাক্ষর করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটার‍্যাক্ট তানভীর আনজুম সাজন এবং সেক্রেটারি রোটার‍্যাক্ট আল-আমিন। অন্যদিকে আনন্দলোক স্কুলের পক্ষে স্বাক্ষর করেন স্কুলের প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।

চুক্তির আওতায় আগামী ছয় মাস প্রতি সপ্তাহে শনিবার রোটার‍্যাক্ট ক্লাবের একটি টিম স্কুলটিতে ফ্রি ক্লাস পরিচালনা করবে। সেখানে বিভিন্ন শ্রেণির প্রায় অর্ধশত শিক্ষার্থী নিয়মিত অংশ নেবে।

এ বিষয়ে রোটার‍্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট তানভীর আনজুম সাজন বলেন, “বিশ্ববিদ্যালয়ের আশপাশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় নিয়মিত সহযোগিতা দেওয়ার উদ্দেশ্যে আমরা দীর্ঘদিন ধরে এই উদ্যোগের পরিকল্পনা করে আসছিলাম। আনন্দলোক স্কুলের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমাদের স্বপ্নের প্রকল্পটি আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।”

তিনি আরও জানান, “আগামী ছয় মাস বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ শিশুদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।”

আনন্দলোক স্কুলের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “একটি বিশ্ববিদ্যালয় এলাকার কমিউনিটির সঙ্গে যুক্ত থাকাটা অত্যন্ত জরুরি। গত ১৩–১৪ বছরে এ এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। শিশুদের সামগ্রিক বিকাশের ভাবনা থেকেই আমি স্কুলটি প্রতিষ্ঠা করেছি।”

তিনি আরও বলেন, “স্কুলে প্রতিদিন বিভিন্ন কার্যক্রম পরিচালিত হলেও একাডেমিক সহায়তার জন্য আলাদা সময় দেওয়ার প্রয়োজন ছিল। রোটার‍্যাক্ট ক্লাব আগ্রহ প্রকাশ করায় এ উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আশা করি, বিশ্ববিদ্যালয় এলাকার মানুষ এখন অন্তত কিছুটা হলেও শিক্ষাসেবার সুফল পাবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩