শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
জাবি প্রতিনিধি:
সাহিত্য, ইতিহাস, দর্শন ও দেশ–বিদেশের রাজনীতি বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের বোধ ও চর্চা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে গঠিত সংগঠন ‘আহ্বান’-এর আগামী ছয় মাসের জন্য কার্যকরী পরিষদের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পাঁচ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি গঠন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আংশিক কমিটি আগামী ১৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
আংশিক কমিটিতে আহ্বায়ক পদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী তানভীর ইবনে মোবারক এবং সম্পাদক পদে ৫১ ব্যাচের শিক্ষার্থী শেখ লোকমান গালিব। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন নাইমুর রহমান ফাহিম ও শামীমা খাতুন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব।
‘আহ্বান’-এর অন্যতম লক্ষ্য হলো পাঠচক্র ও মুক্ত আলোচনার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব গড়ে তোলা। এই উদ্দেশ্যে সংগঠনটি নিয়মিত সাহিত্যের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ গ্রন্থ নিয়ে ধারাবাহিক পাঠচক্রের আয়োজন করে থাকে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তরুণ গবেষকরা এসব পাঠচক্র পরিচালনা করেন। এ ছাড়া সমসাময়িক ও তাত্ত্বিক বিভিন্ন বিষয়ে নিয়মিত সেমিনার ও আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩