বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৫ উদ্বোধন কুড়িগ্রামে জুলাই শহীদ আশিক ”স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন সন্ত্রাস বিরোধী মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার পত্নীতলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ হরিরামপুরে বন্যা পূর্বপ্রস্তুতি ও আগাম সাড়া দান মহড়া অনুষ্ঠিত উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আব্দুর রহমানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় ইংরেজি শিখুন এখন চ্যাটজিপিটির সাহায্যে-বিনা খরচে, নির্ভরতায় এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত ৩৭ বছর পর নিকলীর হিমেল জয় করলেন ইংলিশ চ্যানেল কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু কটিয়াদীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অনিয়ম স্বেচ্ছাচারীতা দুর্ণীতির অভিযোগ সহকারী শিক্ষিকার বৃত্তি পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ কৃতি শিক্ষার্থী বরগুনায় ডেঙ্গু আউট ব্রেক প্রকল্পের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গঠন নাসিরনগরে বাড়ি দখল করতে বাবাকে কুপিয়ে রগ কেটে হাত পা ভেঙ্গে দিলেন ছেলে কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চৌদ্দগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা

আবু বকর সুজন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মেয়াদোত্তীর্ণ ভেটেরিনারি ওষুধ পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পালিয়ে যায় আবুল কাশেম নামের এক ভুয়া চিকিৎসক। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার শ্রীপুর ও কাশিনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সরওয়ার লিমা।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রায় ১৫ দিন যাবৎ আবুল কাশেম নামে একজন ব্যক্তি চিকিৎসক সেজে দুইটি এলএসডি আক্রান্ত বাছুর চিকিৎসা করেছিলেন। এরমধ্যে একটি মারা যায় এবং অন্যটি মৃত প্রায়। এমন অভিযোগের প্রেক্ষিতে আবুল কাশেমকে প্রাণিসম্পদ অফিসে ডাকা হলে তিনি আসতে অস্বীকৃতি জানান। ফলে বৃহস্পতিবার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারস্থ রাসেল ভেটেরিনারি ফার্মেসিতে অভিযান পরিচালনার টের পেয়ে তিনি দোকান বন্ধ করে পালিয়ে যান।

এরপর একই বাজারের ওয়ালিদ পোল্ট্রি ও ফিস ফিডের কোন ধরনের লাইসেন্স না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কাশিনগর বাজারস্থ মুন্নী ফার্মেসিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ফার্মেসীর আব্দুল মোতালেব প্রায় ১৫ বছর এলাকায় অপচিকিৎসা দিয়ে বেড়াতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া দোকানেরও কোন লাইসেন্স নেই। গাজি ভেটেরিনারি হাউজের মালিক অবৈধভাবে চিকিৎসা করার দরুন তার চিকিৎসার ব্যাগটি জব্দ করা হয় এবং মুচলেকা দিয়ে সতর্ক করা হয়। সকল লাইসেন্স করার জন্য নির্দেশনা দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নিবন্ধন ও সনদ ব্যতীত প্র্যাকটিশ করলে আইনে ৩ বছরের কারাদন্ড, ২ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে উল্লেখ করে ভুয়া চিকিৎসকদের সতর্ক করেন তিনি’।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩