বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
খাঁন তারেক, ফুলপুর প্রতিনিধি:
আবু তাহের নিজেকে আত্মগোপন রেখে তার বড় ভাই আব্বাস আলী বাদি হয়ে ফুলপুর থানায় বিগত ৩ মাস আগে অপহরন মামলা করেন।
ফুলপুর থানায় আসামী করেন মোট ৭ জনকে। তারা হলো, রোজিনা বেগম , শ্রী সবুজ, আবু সাইদ ,একরামুল হাসান, রিফাত, শরিফুল ইসলাম , রুবেল মুন্সি ,মামুন মিয়া। সকলের বাড়ি ফুলপুর উপজেলায়।
উক্ত মামলার আসামীদের দাবি হচ্ছে তাদের উপর মিথ্যা অপহরন মামলা করা হয়েছে। জানা যায় এর আগেও হালুয়াঘাটে এইরকম অপহরণের মামলার নাটক সাজিয়ে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করে মিমাংসা হয় । আবু তাহেরকে গোপন সংবাদের মাধ্যমে ১১-১১-২০২৫ ভোর ৬ টার সময় অবস্থান খোজ করে বালিয়া দিউ থেকে পুলিশ ধরে এনে থানায় হাজির করেছে। এতদিন কিশোরগঞ্জ পালিয়ে ছিল।
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক একে এম সাদেকুল হক সাদেক এর নাম উল্লেখ করে তার রাজনৈতিক ক্যারিয়ার এর সম্মান ক্ষুন্ম করে। নিরপরাধরা কি তাদের সম্মান পূনঃরায় ফিরে পাবে।
ওসি আব্দুল হাদি ও মামলার আয়ু মামলা সুষ্ঠু তদন্ত না করে কেন মামলা FIR করা হলো এই দাবি একে এম সাদেকুল হক সাদেক সহ তার সাথের ৭ জন নিরপরাধ কর্মীর।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩