সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নবীনগরে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে নজিরবিহীন মানববন্ধন সন্দ্বীপে বিএনপি নেতা এডভোকেট আবু তাহেরের সমর্থনে গণসংযোগ ও পথসভা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভোটের আগেই সেবার নজির: রাস্তাঘাট সংস্কারে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী পথসভা বিলাইছড়িতে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন: বিলাইছড়ি রাইংখ্যং একাদশ আমি থাকবো সত্যের পথে, ন্যায়ের পথে উঠান বৈঠকে লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম ৩০০ বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি বিয়ের মেহেদী শুকানোর আগেই বিদ্যুৎ স্পষ্টে যুবকের মৃত্যু তারুণ্যের স্বপ্নে পরিবর্তনের রাজনীতি গড়ছেন প্রকৌশলী রাশেল উল আলম সমাপ্ত হলো নালিতাবাড়ি রাণীগাঁওয়ে ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান কুবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ভবনের উদ্বোধন কোম্পানীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জাল নোট সহ আটক এক জন নাসির নগরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা বনপাড়া পৌরসভার গরীবের পল্লী চিকিৎসক রন্জিত মারা গেছেন অসহায় রিকশাচালকের হাতে অটোরিকশা তুলে দিলেন ড. মাসুদ

কুবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ-র উপস্তিতিতে এই কার্যক্রম শুরু করা হয়।

সংগঠনটির নেতারা জানান, প্রথমদিনেই শিক্ষার্থীরা ৬০০ ফরম সংগ্রহ করেছে। এবং আগামী দুইদিন (সোমবার ও মঙ্গলবার) তাদের এই কার্যক্রম চলবে।

সদস্য সংগ্রহের বিষয়ে কুবি ছাত্রদলের সদস্য সচিব- মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘তরুণ মেধাবীদের ছাত্রদলে সম্পৃক্ত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আজকের এই পদক্ষেপ। কুবি ছাত্রদল মনে করে প্রতিটি শিক্ষার্থী তার পছন্দের ছাত্র সংগঠনকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের পাশে থাকে, দেশের ক্রান্তিলগ্নেও সবসময় সামনে থেকে নেতৃত্ব দেয়।’

সদস্য সংগ্রহের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের আজকে ৬০০ অধিক ফরম বিক্রি হয়েছে, আশা রাখি আগামী ২ দিনে আমাদের আরো ফরম বিক্রি হবে।’

তিনি আরও বলেন, ‘১৯৫২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৯০ সহ ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্ব ছাত্র সমাজ দিয়েছে। ১৯৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২০২৪ এর গণঅভ্যুত্থানেও ছাত্রদল সামনে থেকেই নেতৃত্ব দিয়ে দেশকে সংকট থেকে উত্তরণ করেছে। তাই আগামীর সুন্দর, মানবিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রদলের পাশে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থী সমাজ পথ চলবে এই প্রত্যাশাই করি। আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা আমাদের একটি সুন্দর ক্যাম্পাস পরিচালনায় সহায়ক হবেন।’

সদস্য সংগ্রহের বিষয়ে কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এগুলো আমাদের চলমান প্রক্রিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সুসংগঠিত করতে আমাদের নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের প্রত্যাশা হলো- আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীরাও একত্রে কাজ করবে। বৈষম্যহীন ক্যাম্পাসে আমাদের প্রত্যাশা সকলে প্রকাশ্যে এসে তাদের মতামত প্রকাশ করবে, তাদের পছন্দ মতো রাজনৈতিক দলে সম্পৃক্ত হয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করবে সেই প্রত্যাশাই রইলো।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩