বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
জাবি প্রতিনিধি:
সিলেটে রিকশা শ্রমিক আন্দোলনে পুলিশি দমন-পীড়ন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাধিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ সিলেটে আন্দোলনরত রিকশা শ্রমিকদের ১১ দফা দাবি মেনে নেওয়া এবং গ্রেফতারকৃত ছাত্র ও শ্রমিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের কার্যকরী সদস্য আদৃতা রায়। তিনি বলেন, “রিকশা শ্রমিকদের জীবিকার পথ বন্ধ করে দিলে তারা বেঁচে থাকার জন্য অপরাধের দিকে ঠেলে দেওয়া হবে। তাই এ আন্দোলন বেঁচে থাকার লড়াই।” তিনি আরও বলেন, “নতুন স্বৈরাচারের জন্ম যেন না হয়। আমরা জানি, যে যায় লংকায় সেই হয় রাবণ—কিন্তু জনগণ চাইলে সেই রাবণকেও নিচে নামাতে পারে।” সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক ফারিয়া জামান নিকি।
সমাপনী বক্তব্যে জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, “২০১৯ সালের এই দিনে দুর্নীতিবিরোধী আন্দোলনে তৎকালীন ভিসি ফারজানা ইসলামের নির্দেশে ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালিয়েছিল। আজও একইভাবে যৌক্তিক আন্দোলনগুলো দমন করা হচ্ছে। নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো পূরণ হয়নি—বরং শ্রমিক-ছাত্রদের ওপর চলছে নিপীড়ন ও গণগ্রেফতার।”
তিনি আরও বলেন, “গতকাল রাতে গ্রেফতার হওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, শাবিপ্রবি সংসদের সংগঠক জুবায়ের আহমেদ জুয়েল, শান্ত তালুকদারকে মুক্তি দেওয়া হলেও আরও ৩০ জনের বেশি শ্রমিকনেতা এখনো আটক আছেন। আমরা তাদের অবিলম্বে মুক্তি ও শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাই।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩