বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থে মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ প্রদানের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমানের কাছে এই স্মারকলিপি জমা দেন জাকসু নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে তারা বিদ্যমান মানোন্নয়ন নীতিমালাকে আরও নমনীয়, বাস্তবসম্মত ও শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান। পাশাপাশি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ফলাফল প্রকাশের আগেই মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ দেওয়ার আহ্বান জানান।
জাকসু নেতৃবৃন্দ জানান, বিষয়টি আগামী ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য একাডেমিক কাউন্সিল সভায় আলোচনার জন্য উপস্থাপন করার অনুরোধ জানানো হয়েছে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও একাডেমিক উন্নয়নের স্বার্থে জাকসু সবসময় সক্রিয় ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা বলেন, “আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে গ্রেড উন্নয়ন সংক্রান্ত বিদ্যমান নিয়ম পরিবর্তনের দাবি জানিয়েছি। বর্তমানে ৩.০০ বা তার নিচে GPA প্রাপ্ত শিক্ষার্থীরা সর্বোচ্চ ৮ ক্রেডিট পর্যন্ত কোর্স বা ভাইভা উন্নয়নের আবেদন করতে পারে (যেসব কোর্স বা ভাইভাতে ৩.০০ এর নিচে গ্রেড পাওয়া গেছে)। কিন্তু বাস্তবে অনেক বিভাগে এই নিয়মের যথাযথ প্রয়োগ হয় না, যা অনেক শিক্ষার্থীর জন্য ফলাফল উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়ায়।”
তিনি আরও বলেন,“আমাদের প্রস্তাব অনুযায়ী, যেসব শিক্ষার্থী ৩.২৫ বা তার নিচে GPA নিয়ে উত্তীর্ণ হবে, তারাও যেন সর্বোচ্চ ৮ ক্রেডিট পর্যন্ত মানোন্নয়নের সুযোগ পায়।অনার্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা মানোন্নয়নের সুযোগ পেতে পরবর্তী ব্যাচের পরীক্ষার জন্য এক বছর অপেক্ষা করতে বাধ্য হন। এতে তারা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ হারান। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় ফলাফল প্রকাশের আগেই মানোন্নয়ন পরীক্ষার সুযোগ প্রদানের আহ্বান জানানো হয়েছে।
আমাদের দাবিগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন জাকসু নেতারা।”
এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “মানোন্নয়ন নীতিমালা বর্তমানে অনেকের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও মানসিক চাপ বিবেচনায় এ নীতিকে আরও মানবিক ও বাস্তবসম্মত করা জরুরী।শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ ও একাডেমিক অগ্রগতি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। মানোন্নয়ন পরীক্ষার প্রক্রিয়াটি সহজ হলে অনেক শিক্ষার্থী তাদের ফলাফল উন্নত করার ন্যায্য সুযোগ পাবে।”
স্মারকলিপি প্রদানকালে জাকসুর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা, পরিবহন সম্পাদক তানভীর রহমান ও কার্যকরী সদস্য আবু তালহা
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩