বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠন (জাককানইবি) এর ১০ম কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করে নির্বাচন কমিশন কমিটি এবং আয়োজন করে ১০ম কাউন্সিলের আহ্বায়ক কমিটি।
কাউন্সিলে সংগঠনের সংবিধান বিষয়ক আলোচনা, পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি নবনির্বাচিত কমিটিকে সংবিধানে প্রয়োজনীয় সংযোজন ও সংশোধনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আগের কমিটির সভাপতি মি. এলিয়াস রাকসাম বলেন, বিগত কমিটির অভিজ্ঞতা ও ঘাটতিগুলো পর্যালোচনা করে নতুন কমিটি যেন আরও দায়িত্বশীলভাবে সংগঠন পরিচালনা করতে পারে—এই প্রত্যাশা রাখি।
সাংগঠনিক সম্পাদক মি. শ্রাবণ চিছাম বলেন, সংগঠন আমাদের বটবৃক্ষের মতো। সংগঠনের স্বার্থে সকল সদস্যেরই আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত, কারণ সংগঠন আমাদের সম্মিলিত শক্তি।
কাউন্সিলে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে রুদ্র-রুবেল-দিগন্ত প্যানেলকে নতুন কার্যনির্বাহী কমিটি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মি. রুদ্র ম্রং বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আদিবাসী ছাত্র সংগঠন–জাককানইবি’কে আরও এগিয়ে নিতে সচেষ্ট থাকব এবং এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মি. রুবেল চাকমা বলেন, সবার সহযোগিতা ছাড়া আজকের এই অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও সংগঠনের উন্নয়নে সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।
সাংগঠনিক সম্পাদক মি. দিগন্ত হাজং সংগঠনের ঐক্য ও অগ্রগতির প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নির্বাচন কমিশন ও সদ্য বিলুপ্ত কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
আহ্বায়ক কমিটির প্রধান মিস ঋতু হাজং বলেন, সবার সহায়তা ও সহযোগিতার ফলে কাউন্সিলটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।
এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার মি. জাসেং জাস্টিন নকরেক বলেন, নতুন কমিটি যেন নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে—এই প্রত্যাশা করছি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩