বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
মো: বেলাল হোসেন, ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘Preventing Gender-Based Violence in University Campuses: Developing A Holistic Approach’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ (৪ নভেম্বর ২০২৫) মঙ্গলবার ব্রিটিশ কাউন্সিলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। ইউজিসি এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করা হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজী উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন।
সিআই প্রকল্পের এএসপিএম অধ্যাপক ড. তানিয়া হক স্বাগত বক্তব্য দেন এবং প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সিআই প্রকল্পের এএসপিএম সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাহান খান অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ যৌন হয়রানি ও নিপীড়নমুক্ত ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
এবিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে লিঙ্গভিত্তিক সহিংসতা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম এবং কর্মশালা আয়োজনের উপর তিনি গুরুত্বারোপ করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩