বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক শিক্ষাঙ্গণে কুবিকে প্রতিনিধিত্ব করতে ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ গঠন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ জাবিতে ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত ফুলবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা পেলো আড়াই শতাধিক রোগী পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নীলফামারীতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ধান চাষিরা কুবিতে ‘প্রভাতী’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন চৌদ্দগ্রামে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ সুবিদপুরে কুখ্যাত মাদক সম্রাট খলিল’-এর বিরুদ্ধে মানববন্ধন শাহজাদপুরে রাস্তায় মিলল যুবকের ক্ষতবিক্ষত লাশ ফুলপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ১০ জকসুর জন্য ৫ সদস্যদের নির্বাচন কমিশন গঠন চেহারার মিল থাকায় ‘মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে’ ধর্ষণের অভিযোগ মুরাদনগরে প্রতিবন্ধী শিশুর ওপর ধর্ষণের অভিযোগ মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভোলাহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বিভাগের সেরা ২০০ শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান জবি ছাত্রশিবিরের জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. শামসুল আলম, সম্পাদক অধ্যাপক জামাল উদ্দীন

মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) আফছানা বিলকিস জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক আফছানা বিলকিস বলেন, “উন্নত, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন গঠনে প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। জেলা উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সমালোচনা প্রশাসনকে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে।”

মতবিনিময় সভায় মাদারীপুরের বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন এবং জেলার নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এ সময় আজকের খবর পত্রিকার জেলা প্রতিনিধি কাজল খান শহরে কিশোর গ্যাংদের দৌরাত্ম্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগে ও পর থেকে জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংদের কার্যক্রম বেড়ে গেছে। বিশেষ করে ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনে, কলেজ রোড, শকুনি লেকপাড়, জেলখানার কোনা ও বটতলা এলাকায় মাঝেমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য ভয় ও আতঙ্কের সৃষ্টি করছে।”

এ বিষয়ে জেলা প্রশাসক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম প্রতিনিধিরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩