সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন ঘরে বিদ্যুতের ওয়ারিং লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পষ্টে জয় (১৭) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৬ শে অক্টোবর রাত ৮ ঘটিকার সময় উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাল গ্রামে। নিহত জয় তারাশাইল গ্রামের নুরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে নিহত জয় ইলেকট্রিশিয়ানের কন্টাকটার বাবুর অধীনেই একই গ্রামে মোস্তফার বাড়ি আনোয়ারের ঘরে বিদ্যুৎ ওয়ারিং এর কাজ করছিলেন। কাজের মধ্যে ভুলবশত বিদ্যুতের শর্ট সার্কেটে সে গুরুতর আহত হয়। সেখান থেকে পাশে কাজ করা অপর ইলেকট্রিশিয়ান জিশান ও নাসির তাকে স্থানীয় তারাশাইল বাজারে একটি ডাক্তারের দোকানে নিয়ে গেলে সেখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় জয়ের মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান বিদ্যুতস্পৃষ্টে কিশোর জয় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চৌদ্দগ্রাম থানার থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ জানান বিদ্যুতস্পৃষ্টে নিহত কিশোর মারা যাওয়ার ঘটনা পরিবার কোন অভিযোগ নাই। তাই বিনা ময়নাতদন্তের লাশ দাপন করবেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩