সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
জাতীয় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ( ডিএফপি) মহাপরিচালক খালেদা বেগম গতকাল শনিবার ফেনীর স্থানীয় দৈনিক স্টার লাইন পত্রিকার অফিস পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি পত্রিকার প্রকাশনা কার্যক্রম ও সংবাদ পরিবেশনার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদনার মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দৈনিক স্টার লাইন পত্রিকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তথ্য অধিকার ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান, পরিদর্শক এনামুল হক, ফেনী জেলা তথ্য অফিসার এসএম আলামিন, স্টার লাইন পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবু তাহের, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সার, ডেস্ক ইনচার্জ জুবায়ের আল মুজাহিদ, ফুলগাজী প্রতিনিধি সাহাবুদ্দিন ও চৌদ্দগ্রাম প্রতিনিধি আবু বক্কর সুজন প্রমুখ।
পরিদর্শন শেষে মহাপরিচালক খালেদা বেগম স্থানীয় গণমাধ্যমের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩