বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:
মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত একজন অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্ধার করেছেন চাঁদপাই নৌ-থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকালে এলাকাবাসী অজ্ঞাত লাশটি দেখে চাঁদপাই নৌ পুলিশকে খবর দেন।
মোংলা চাঁদপাই নৌ থানার ওসি ইকরামুল হক জানান, বুধবার সকালে স্থানীয়রা পশুর নদীতে একটি লাশ ভাসতে দেখে নৌপুলিশে খবর দেন। এরপর নৌপুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর।
তিনি আরও জানান, কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় লাশটি পচে গেছে। লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মৃতদেহের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয় নাই। মৃতদেহের পরিচয় সনাক্তের প্রচেষ্টা চলমান রয়েছে বিষয়টি নিশ্চিত করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩