সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জবি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল মুন্সিগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণে নারী ও শিশু অধিকার ফোরাম কৃষকের স্বার্থে ৭ দফা দাবিতে এনসিপির স্মারকলিপি প্রদান জোবায়েদ হত্যার প্রতিবাদে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ মাভাবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজন “Public Speaking Pros 3.0” গাছ চেনানো, কুইজ ও শপথ পাঠে মুখর বরিশালের আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয় মোংলা সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সিসিটিভির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫ খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান লবণমুক্ত পানির তীব্র সংকটে কুয়েট, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা মার্কেন্টাইল ব্যাংক আলীপুর উপশাখায় সি-আর-এম বুথের উদ্বোধন বিএনপিসহ কয়েকটি দলের ‘জুলাই সনদে’ দ্বিমত আছে: সারজিস আলম সাত দফা দাবিতে কুড়িগ্রামে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও মানববন্ধন কাঠালিয়ায় সেলিম রেজার পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী নাহিদের গণসংযোগ

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ রহমানকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। এসময় ছাত্রদলের নেতা কর্মীদের সাথে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

মিছিলে নেতাকর্মীরা ‘ বিচার বিচার বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’, ‘জুবায়েদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’, ‘ছাত্রদলের রক্ত বৃথা যেতে দিব না’, ‘জগন্নাথে লাশ পড়ে, ইন্টেরিম কী করে? ‘ ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘বিগত কয়েকদিন আগে বিউপিতে একজন শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। আজকে টিউশন করতে গেলে একজনকে গলা কেটে হত্যা করা হয়। এখানে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমাকেও তো মেরে ফেলতে পারে। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে আসছি কারণ আমি চিন্তা করেছি এটা আমার সাথেও হতে পারে। যে ভাইকে হত্যা করা হয়েছে অতিদ্রুত যেন হত্যাকারীর বিচার হয়। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাঈদুল ইসলাম শাওন বলেন, ‘‎আমরা কি এমন একটি দেশের চিন্তা করছিলাম, এমন একটি দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিলাম? একটি বাসযোগ্য এবং নিরাপদ বাংলাদেশের কথা চিন্তা করে আমরা ২৪ এর আন্দোলন সফল করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা সাধারণ শিক্ষার্থী এবং দেশের কোনো জনগণ নিরাপদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য থেকে শুরু করে পারভেজ থেকে আজকে জগন্নাথের জুবায়েদ হত্যা এই যে শিক্ষার্থীদের হত্যাকাণ্ড ২৪ পরবর্তীতে সময়ে এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি এই যে শিক্ষার্থীদের বারবার হত্যা করা এবং হত্যার চেষ্টা করা হচ্ছে। আমরা ইন্টেরিমকে বলতে চাই আর একটি মায়ের কোল খালি করা হয় এবং আরেকটি ভাইয়ের ও একটি ছাত্রদলের শিক্ষার্থীর রক্ত ঝরানো হয়, তাহলে এই সরকারকে আমরা আর এক ঘণ্টাও ক্ষমতায় রাখবো না। ‘

কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘আমাদের ভাই হত্যা হয়, আমাদের বোন হত্যা হয়, আমাদের বোনেরা নির্যাতিত হয়, ধর্ষিত হয়, কিন্তু ইন্টেরিম সরকার বিচার করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পারভেজ হত্যাসহ -আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে, এই হত্যা খুবই রহস্যজনক। আমরা সকলেই দেখছি; গতবছরের ৫ আগস্ট পরবর্তী একের পর এক ছাত্রদলের সদস্যদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বোনদের ধর্ষণ ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। গত কিছুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোন ও তার মাসহ তাদেরকে বাসায় হত্যা করা হয়েছে। এই সমস্ত কিছুই প্রমাণ করে বর্তমান ইন্টেরিম সরকার একটি অযোগ্য সরকার। এই সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই; এই সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের বলে দিতে চাই- বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো কলেজে যদি আর কোনো আমার ভাই-বোনদের শিক্ষার্থীর ওপর হাত তোলা হয়, কোনো শিক্ষার্থী ভাই-বোনকে হত্যা বা নির্যাতন করা হয়, তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, আজ সন্ধ্যার দিকে পুরান ঢাকার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ রহমানের লাশ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩