সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
সৈয়দ মাকসুমুল হক, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মো. মাসুম রানার বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ভর্তি, জন্মনিবন্ধন সংশোধন, অভিভাবকদের হয়রানি, কোচিং বানিজ্য থেকে শুরু করে বিদ্যালয়ের প্রশাসনিক কাজে অসহযোগিতার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাসুম রানা একই শিক্ষার্থীর একাধিক জন্মনিবন্ধন তৈরি করে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির আবেদন করেছেন। ভর্তি রেজিস্টারে ভুল সংশোধনের নামে তিনি অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তার ব্যক্তিগত কোচিং সেন্টারে পড়তে বাধ্য করা এবং যারা কোচিংয়ে যায় না তাদের পরীক্ষায় কম নম্বর দেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া, শিক্ষা বোর্ড ও অন্যান্য দপ্তর থেকে বিদ্যালয়ে আসা গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন ও নোটিশ প্রধান শিক্ষকের কাছে গোপন রেখে বিদ্যালয়ের কাজের বিঘ্ন সৃষ্টি করেন তিনি। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে যোগসাজশ করে ভর্তি বাণিজ্য করার অভিযোগও পাওয়া গেছে।
৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আহমেদের অভিভাবক অভিযোগ করে জানান, তার সন্তানের জন্মতারিখে ভুল সংশোধনের জন্য মাসুম রানা ১২ হাজার টাকা দাবি করেন। একই শ্রেণির আরেক শিক্ষার্থী মাহমুদ হাসান চৌধুরীর বাবা ভর্তি সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
রোববার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “কম্পিউটার অপারেটর মাসুম রানার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ পেয়েছি। সে বিদ্যালয়ের নিয়ম বহির্ভূত কাজের সঙ্গে জড়িত এবং শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, সেগুলোর সঠিক ব্যাখ্যা দিতে সে ব্যর্থ হয়েছে।”
প্রধান শিক্ষক আরও জানান, বিষয়টি ইতোমধ্যে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অবহিত করা হয়েছে। অভিযোগ যাচাই শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত মাসুম রানাকে বিদ্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। পরে ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ “ভিত্তিহীন ও মিথ্যা” বলে দাবি করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩