সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। বাউফল পৌরসভার অধীনে পরিচালিত জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এবারও তিনি সেরা নির্বাহী অফিসারের স্বীকৃতি পেলেন।
আজ (১৯ অক্টোবর) রবিবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা, যা জনসংখ্যা নিয়ন্ত্রণ ও উন্নয়ন পরিকল্পনায় সহায়ক ভূমিকা পালন করে।
এই কার্যক্রমে দু’বার শ্রেষ্ঠত্ব অর্জন বাউফল উপজেলার এ সময় অনুষ্ঠানে পটুয়াখালী জেলার সকল সহকারী জেলা প্রশাসক, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩