রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান এবং ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ সাত দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনের ঘোষণায় একাত্ম প্রকাশ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা শাখা।
রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে সংগঠনটির কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সহসভাপতি এ. কে. এম. রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সজিব মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, দাবি আদায়ে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের ‘৩২১১০৪- আনুষঙ্গিক কর্মচারী-প্রতিষ্ঠান’ কোডের আওতায় এনে মাসিক ভিত্তিতে বেতন প্রদান এবং দৈনিক মজুরির হার নির্ধারণের দাবিতে এ কর্মসূচি নেয়া হয়েছে। একই সাথে ২৭ মামলার নীতিমালায় আরও সাতটি মামলা অন্তর্ভুক্ত করা এবং প্রথম যোগদানের তারিখ থেকে পেনশন সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আজ ১৯ অক্টোবর থেকে ২০ ও ২১ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা সহ দেশের সব সড়ক বিভাগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ২৩ অক্টোবর দেশের সব সড়ক বিভাগের দপ্তর প্রধানের নিকট স্মারকলিপি প্রদান, ২৬ অক্টোবর দেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে সচিব (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) বরাবর স্মারকলিপি প্রদান, ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন।
সিনিয়র সহ সভাপতি মোঃ মনসুর আলী বলেন, আমরা বহুবার দাবি জানালেও এখনো স্থায়ী কোনো সমাধান পাইনি। তাই বাধ্য হয়েই আন্দোলনের কর্মসূচি নিতে হয়েছে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা দীর্ঘদিন ধরে অবহেলিত মাস্টাররোল শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়া হোক।
উল্লেখ্য, রেজিঃ নং বি-১৫৯২ নিবন্ধিত এ সংগঠনটি দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩