মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
দুপুরের খাবার রান্না নিয়ে ব্যাস্ত ছিলেন মা জোলেখা বেগম , তখন বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে মরলো ৩ বছর বয়সী শিশু সন্তান মুজাহিদ।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এঘটনা ঘটে। নিহত মুজাহিদ একই গ্রামের উত্তর পাড়া মজুমদার বাড়ির মিশুক চালক মোজাম্মেলের সন্তান।
তথ্যটি নিশ্চিত করে নিহতের চাচা নুরুন্নবী জানান, মুজাহিদদের বাবা মোজাম্মেল মিশুক নিয়ে বাইরে, তার বউ দুপুরের খাবার রান্না করছিলেন। এই ফাঁকে মুজাহিদ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে খোঁজাখুঁজির আমি পানিতে নেমে তাকে খুঁজে পেয়ে তাৎক্ষনিক হাসপাতাল নিয়ে যাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো: হাশেম জানান, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশু মুজাহিদের মৃত্যু হয়েছে।’
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩