মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকায় ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় নদীর পাড়জুড়ে ছিল হাজারো মানুষের উপচে পড়া ভিড়। নদী তীর জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভেলাদলগুলো অংশ নেয়। মনোমুগ্ধকর এ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দলই নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের চেষ্টা করে। রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “এই ধরনের ঐতিহ্যবাহী আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, তরুণ প্রজন্ম এসব আয়োজনের মাধ্যমে ঐতিহ্যের সঙ্গে পরিচিত হোক।”
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও স্থানীয়দের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা ধীরে ধীরে জেলার অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ইভেন্টে পরিণত হয়েছে।
গ্রামীণ বিনোদনের এ অনন্য আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, একইসঙ্গে মানুষের মিলনমেলায় পরিণত হয় ধুরাইলের ভেলাবাইচ প্রতিযোগিতা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩