বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ

বিজয় দিবস উপলক্ষে এনায়েতপুর জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর হাটখোলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব মো: আলী আলম বলেন, রাসূল (সা:) এর যুগে আবু জেহেল ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। আজও আবু জেহেলের প্রেতাত্মারা ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতের দালালেরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে এদেশের আমাপর জনসাধারণ বুকের তাজারক্ত ঢেলে দিবে কিন্তু দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবেনা। তিনি আরও বলেন, চাদাবাজ, দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারকারীদের বিরুদ্ধে আমাদের আরও সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথির বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আরিফুল ইসলাম সোহেল বলেন, বিগত আওয়ামী সরকারের সময় বাকস্বাধীনতা ছিলনা, রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। তারা আয়নাঘরে মানুষ গুম করে রেখেছিল। নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এমতাবস্থায় বৈষম্যহীন, মানবিক, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ২০২৪ এ গণ অভ্যুত্থান হয়েছে। আর কল্যাণমুখী বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানের জন্য জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সেলিম রেজা বলেন, ১৯৭১ সালে যারা জীবন দিয়ে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে, বিগত ষোল বছরে বিশেষকরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, জুলুম নির্যাতনে অতীতের রেকর্ড ভঙ্গকারী ভারতের দালালেরা ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।
এনায়েতপুর থানা ইসলামী ছাত্রশিবির এর সভাপতি ফয়সাল খোন্দকার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আজকের আলোচনা সভা থেকে আমরা দীপ্ত কন্ঠে বলতে চাই বাংলাদেশে ফ্যাসিবাদের ঠিকানা আর হবেনা। এই বিজয়ের দিনে আমরা প্রতিজ্ঞা করতে চাই হাতে হাত রেখে কাধে কাধ মিলিয়ে সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার প্রত্যয় নিয়ে পথ চলব।

আলোচনা সভায় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেনএনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি চিকিৎসক মো: মোফাজ্জল হোসেন, বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা শেখ মো: আইয়ুব আলী, জামায়াত নেতা আনোয়ার হোসেন, মাওলানা আমীর হামযা, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩