শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দুদকের কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার লাশ উদ্ধার চান্দিনায় হাতপাখার প্রার্থীর মটরসাইকেল শোডাউন ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএসএফের হস্তান্তর করা ১৯ জনকে থানায় হস্তান্তর করলো বিজিবি বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস: ডা. জাহিদ হোসেন ঠাকুরগাঁওয়ে ৩৫ বছর কর্মজীবন শেষে শিক্ষকের সম্মানজনক বিদায় পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫” বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিক্ষার্থীদের নিজস্ব কন্ট্রোল সিস্টেমে কুয়েটে চালু হলো অটোমেটিক ওয়াশিং মেশিন বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ দোয়ারাবাজারে তিনটি গ্রামীণ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ অষ্টম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন লাল পরীর ঘরে ফেরা কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে কূটনৈতিক বিতর্কের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

পাঙ্গা নিও না, সমস্যা আছে” সাংবাদিককে হুমকি বিএনপি নেতার

 

মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়নের শুক নদী থেকে অবৈধভাবে নদীর পাহাড় থেকে বালু কাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিয়েছেন বিএনপির সাবেক এক নেতা আনছার আলী। এসময় তিনি প্রকাশ্যে বলেন, “আমার ইউনিয়নে পাঙ্গা নিও না, সমস্যা আছে।”

ঘটনাটি ঘটে ২৭ জুলাই (রবিবার) বিকেলে। দৈনিক ঘোষণা পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আকাশ ঘটনাস্থলে গিয়ে পাহাড় কেটে নেওয়ার বালুর দৃশ্য ভিডিও করতে গেলে এবং অভিযুক্ত আনছার আলীর সাক্ষাৎকার নিতে চাইলে তিনি ওই মন্তব্য করেন।

আনছার আলী ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, নদীর বাঁধ এলাকা থেকে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পাহাড় কেটে বালু বিক্রি করা হচ্ছে, যার ফলে নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং কৃষি জমি হুমকির মুখে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, প্রশাসনের চোখের সামনে এ অপকর্ম চলছে, অথচ কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিষয়টি নিয়ে ঢোলারহাট ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“নদী থেকে বালু তোলা যেমন অপরাধ, তেমনি সাংবাদিককে হুমকি দেওয়াও অপরাধ। আমি বিষয়টি দলের কাছে তুলে ধরবো এবং সত্যতা প্রমাণিত হলে সংগঠনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া জানান,
“আমি আগামীকাল অফিস থেকে একটি টিম পাঠাবো। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন,, এমন ঘটনায় শুধু একজন সাংবাদিক নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতাই চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিষয়টি প্রশাসন ও রাজনৈতিক দলের যথাযথ পদক্ষেপ গ্রহণে পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩