সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান শিক্ষক নেই ৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ের, ব্যাহত হচ্ছে শিক্ষায় পাঠদান কুবিতে আসন সংখ্যা কমিয়ে নতুন ১৮ বিভাগ ও ৪ ইন্সটিটিউট চালুর সুপারিশ কুবি শিক্ষার্থী ও তার মা হত্যার তদন্তে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা কুড়িগ্রামে মৎস্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগে সাথে নারী কৃষকদের আলোচনা সভা পীর শাহ সুফি নূর মোহাম্মদ (রহঃ) এর ২৯তম মৃত্যুবার্ষিকী কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে বন্যায় শিক্ষার্থীদের দুর্ভোগ শিক্ষার্থীদের নিরাপত্তায় কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা কুড়িগ্রামে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শনে এনসিপির নেতৃবৃন্দ কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, আসামির স্বীকারোক্তি মাভাবিপ্রবি কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির সভা ও ওয়েবিনার অনুষ্ঠিত পরিবহন সংকট নিরসনে বেরোবিতে যুক্ত হলো ৭টি বাস মাভাবিপ্রবিতে ৪ জন আজীবনসহ ১৯ জন বহিষ্কার মারিশ্যা–দীঘিনালা সড়ক সম্প্রসারণের জোর দাবি এলাকাবাসীর ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার ঢাবি সলিমুল্লাহ হল সংসদে এজিএস নির্বাচিত হলেন এনায়েতপুরের শাহীন আলম পটুয়াখালী দুমকী প্রেসক্লাবের নেতৃত্বে আবুল হোসেন ও সাইদুর খান জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল বজ্রপাত থেকে রক্ষায় তালবীজ রোপণ কর্মসূচি

পাঙ্গা নিও না, সমস্যা আছে” সাংবাদিককে হুমকি বিএনপি নেতার

 

মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়নের শুক নদী থেকে অবৈধভাবে নদীর পাহাড় থেকে বালু কাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিয়েছেন বিএনপির সাবেক এক নেতা আনছার আলী। এসময় তিনি প্রকাশ্যে বলেন, “আমার ইউনিয়নে পাঙ্গা নিও না, সমস্যা আছে।”

ঘটনাটি ঘটে ২৭ জুলাই (রবিবার) বিকেলে। দৈনিক ঘোষণা পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আকাশ ঘটনাস্থলে গিয়ে পাহাড় কেটে নেওয়ার বালুর দৃশ্য ভিডিও করতে গেলে এবং অভিযুক্ত আনছার আলীর সাক্ষাৎকার নিতে চাইলে তিনি ওই মন্তব্য করেন।

আনছার আলী ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, নদীর বাঁধ এলাকা থেকে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পাহাড় কেটে বালু বিক্রি করা হচ্ছে, যার ফলে নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং কৃষি জমি হুমকির মুখে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, প্রশাসনের চোখের সামনে এ অপকর্ম চলছে, অথচ কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিষয়টি নিয়ে ঢোলারহাট ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“নদী থেকে বালু তোলা যেমন অপরাধ, তেমনি সাংবাদিককে হুমকি দেওয়াও অপরাধ। আমি বিষয়টি দলের কাছে তুলে ধরবো এবং সত্যতা প্রমাণিত হলে সংগঠনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া জানান,
“আমি আগামীকাল অফিস থেকে একটি টিম পাঠাবো। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন,, এমন ঘটনায় শুধু একজন সাংবাদিক নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতাই চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিষয়টি প্রশাসন ও রাজনৈতিক দলের যথাযথ পদক্ষেপ গ্রহণে পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩