রবিবার, ১১ মে ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান রাজাপুরে ১২ কোটি টাকা হাতিয়ে এনজিও মালিকদের আত্মগোপন, শতাধিক গ্রাহকের মানববন্ধন ও বিক্ষোভ চোখে জল, মনে ভালোবাসা—মা দিবসে মাভাবিপ্রবি হয়ে উঠল ভালোবাসার বর্ণমালা কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও হিরোইন সহ এক মাদক কারবারি আটক আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কক্সবাজারের মরিয়ম বেগমের গর্ভে জন্ম নিল ৬ নবজাতক কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই সহোদর ভাই নিখোঁজ মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ইবিতে বিজয়ের উল্লাস কুড়িগ্রামে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু,ধানের কেজি ৩৬ চাউল ৪৯ টাকা ভারতের ১২টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের ডিমের খাঁচায় বিশেষ কৌশলে গাঁজা পাচার: গ্রেপ্তার ২ শুক্রবার ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজে নবাগত অধ্যক্ষকে সংবর্ধনা

ভারত থেকে ঈশ্বরদীতে আনা ‘বগি ব্রেক ভ্যান’ পরিদর্শন করলেন রেল পরিদর্শক

ভারী মালামাল ও পণ্য পরিবহনের জন্য ভারতের থেকে আমদানি করা ‘বগি ব্রেক ভ্যান’ পরীক্ষামূলকভাবে চালিয়ে পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) ফরিদ আহমেদ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনের পশ্চিম ইয়ার্ডে রাখা ‘বগি ব্রেক ভ্যান’ কোচগুলো পরিদর্শন করেছেন।

পরে ‘বগি ব্রেক ভ্যান’ রেলওয়ে ইঞ্জিন দিয়ে চালিয়ে দেখা হয়, ট্রেনের বগি ভ্যানগুলো সচল রয়েছে কি না? পরে সৈয়দপুরের রেলওয়ের কারখানা থেকে যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা করে চলাচলের উপযোগী হলে ওই ‘বগি ব্রেক ভ্যান’ দিয়ে পণ্য পরিবহন শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক সংগ্রহের প্রকল্প পরিচালক বোরহান উদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী সাদেকুর রহমান,পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন, বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম সোহান, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট (এসএস) মহিউল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজওয়ান আহমেদ, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম জানান, ভারত থেকে পণ্য পরিবহনের জন্য ৩২০টি ‘বগি ব্রেক ভ্যান’ ট্রেনগুলো আমদানি করা হয়েছে। ১১টি লটে ৩০০ বগি ইতোমধ্যে ভারত থেকে বাংলাদেশ এসে পৌঁছেছে। বাকিগুলোও শিগগিরই এসে পৌঁছাবে। পরবর্তীতে এগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে যান্ত্রিক কোনো ক্রটি আছে কি না? তা পরীক্ষা- নিরীক্ষা করে চলাচল করানো হবে।

জিআইবিআর ফরিদ আহমেদ জানান, ভারত থেকে আমদানি করা ‘বগি ব্রেক ট্রেন’ -গুলো পরিদর্শন করা হয়েছে। লোকোমোটিভ রেলওয়ে ইঞ্জিন দিয়ে চালিয়ে যাচাই-বাছাই সন্তোষজনক।

পরিদর্শন শেষে প্রতিবেদন দ্রুতই দেওয়া হলে, রেলপথ মন্ত্রণালয়ে অনুমতি দেবে। অতঃপর পণ্য পরিবহন, ভারী মালপত্র আনা নেওয়ার জন্য ব্রেক ট্রেন ব্যবহার করা হবে।

ডিআরএম শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ভারত থেকে আমদানি করা ব্রেক ভ্যান বগিগুলো শুধুই ব্রডগেজ অর্থাৎ পশ্চিমাঞ্চল রেলরুটের জন্য ব্যবহার করা হবে। স্বল্প খরচে, খুব কম সময়ের মধ্যে নিরাপদে রেলওয়েতে দেশের সবরকম মালামাল পৌঁছে দেওয়ার কাজে বগিগুলো ব্যবহার করা হবে। এতে পাকশী বিভাগীয় রেলওয়েতে রাজস্ব বাড়বে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩