শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ৩ কেন্দ্রে দেরি করে আসায় স্বপ্নভঙ্গ ১১ পরীক্ষার্থীর।
শুক্রবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঘটনাটি হয়।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ জন, ক্যান্টনমেন্ট বোর্ড কলেজে ৫ জন এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ১ জন দেরি করে আসায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা পরীক্ষার্থী গৌরব বলেন, ‘ ওনারা বলতেছে নির্দেশনা আছে দেরি করে আসলে ঢুকতে না দিতে। কিন্তু আমি ঢাকা থেকে এসেছি রাস্তায় অনেক জ্যাম ছিল, ওনাদের এটা বিবেচনা করা উচিত। এতদূর থেকে এসেছি পরীক্ষা না দিতে পেরে খুব খারাপ লাগছে।’
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩