বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা নজরুল বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ব্যানার ও পোস্টারিং ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২ নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি : আবু হোসেন পনি নওগাঁয় চালককে গাছে বেঁধে চার্জার ভ্যান ছিনতাই নওগাঁয় সেফটি ট্যাংকি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার মান্দায় দাঁড়িপাল্লার জোয়ার কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ : আব্দুর রাকিব পাহাড়ি অঞ্চলে ধানের শীষের সমর্থনে গণজোয়ার ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৪ লাখ টাকা জরিমানা সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি, মানতে হবে যেসব নির্দেশনা পানি নেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী রক্তাক্ত মোংলায় যুবদলের নির্বাচনী প্রচারণা রাজাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ব্যানার ও পোস্টারিং

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টারিং করেছেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী ইলিয়াস।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে পোস্টারগুলো শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নজরে আসে।

জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার টানান শিক্ষার্থী ইলিয়াস।

এ বিষয়ে শিক্ষার্থী ইলিয়াস বলেন, বর্তমান সময়ে যখন অনেকে ক্ষমতা ভাগাভাগিতে ব্যস্ত, তখন আমরা জুলাইয়ের শহিদদের কাছে দায়বদ্ধ। তাই গণভোট—যেটা সংস্কারের চাবিকাঠির মতো গুরুত্বপূর্ণ—এই বিষয়টি রেখে শুধু সংসদ নির্বাচন নিয়ে প্রচার-প্রচারণা করা ঠিক হয়নি। ১৪০০ শহিদ শুধু হাসিনাকে ক্ষমতাচ্যুত করে অন্য দলকে ক্ষমতায় বসাতে জীবন দেননি। আজ যদি ন্যায়যুক্ত না হয়, এক স্বৈরাচার বিদায় করতে যেমন ১৭ বছর লেগেছে, আরেকটি বিপ্লব হতে ৩৪ বছর লাগবে।

তিনি আরও বলেন, সরকারি দপ্তর থেকে গণভোটের প্রচারণা নিয়ে তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। আর জনগণ এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ৫০ শতাংশের বেশি শিক্ষার্থীই জানে না কেন গণভোট হচ্ছে এবং কোন কোন পরিবর্তনের জন্য এই গণভোট। এই জায়গা থেকেই আমাদের এই ক্ষুদ্র কার্যক্রম।

রাতে ব্যানার ও পোস্টারিং করার বিষয়ে তিনি বলেন, বাধা বা ভয়ের কারণে রাতে পোস্টারিং করেছি—বিষয়টা এমন নয়। কোনো বাধাবিপত্তির সম্মুখীন হইনি। আসলে সারাদিন আমার পরীক্ষা ও ক্লাস ছিল, তাই দিনে সময় পাইনি। সে কারণে রাতেই সব কাজ শেষ করে এগুলো টানিয়েছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩