আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টারিং করেছেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী ইলিয়াস।
আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে পোস্টারগুলো শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নজরে আসে।
জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার টানান শিক্ষার্থী ইলিয়াস।
এ বিষয়ে শিক্ষার্থী ইলিয়াস বলেন, বর্তমান সময়ে যখন অনেকে ক্ষমতা ভাগাভাগিতে ব্যস্ত, তখন আমরা জুলাইয়ের শহিদদের কাছে দায়বদ্ধ। তাই গণভোট—যেটা সংস্কারের চাবিকাঠির মতো গুরুত্বপূর্ণ—এই বিষয়টি রেখে শুধু সংসদ নির্বাচন নিয়ে প্রচার-প্রচারণা করা ঠিক হয়নি। ১৪০০ শহিদ শুধু হাসিনাকে ক্ষমতাচ্যুত করে অন্য দলকে ক্ষমতায় বসাতে জীবন দেননি। আজ যদি ন্যায়যুক্ত না হয়, এক স্বৈরাচার বিদায় করতে যেমন ১৭ বছর লেগেছে, আরেকটি বিপ্লব হতে ৩৪ বছর লাগবে।
তিনি আরও বলেন, সরকারি দপ্তর থেকে গণভোটের প্রচারণা নিয়ে তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। আর জনগণ এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ৫০ শতাংশের বেশি শিক্ষার্থীই জানে না কেন গণভোট হচ্ছে এবং কোন কোন পরিবর্তনের জন্য এই গণভোট। এই জায়গা থেকেই আমাদের এই ক্ষুদ্র কার্যক্রম।
রাতে ব্যানার ও পোস্টারিং করার বিষয়ে তিনি বলেন, বাধা বা ভয়ের কারণে রাতে পোস্টারিং করেছি—বিষয়টা এমন নয়। কোনো বাধাবিপত্তির সম্মুখীন হইনি। আসলে সারাদিন আমার পরীক্ষা ও ক্লাস ছিল, তাই দিনে সময় পাইনি। সে কারণে রাতেই সব কাজ শেষ করে এগুলো টানিয়েছি।