বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক

আমির ফায়সাল, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত ঐতিহ্যবাহী প্রজাপতি মেলায় ‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দুই সাংবাদিক। প্রজাপতি সংরক্ষণ, প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য বিষয়ে সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

পুরস্কারপ্রাপ্ত দুই সাংবাদিক হলেন- বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ও স্টার নিউজের ক্যাম্পাস প্রতিনিধি আহসান হাবীব এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ও ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জাবি প্রতিনিধি মো. মিজানুর রহমান। এদের মধ্যে আহসান হাবীব ভিডিও রিপোর্টিং ক্যাটাগরিতে এবং মিজানুর রহমান প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন।

স্বীকৃতি পাওয়ার অনুভূতি জানিয়ে আহসান হাবীব বলেন, ‘‘যেকোনো স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দেয়। এই পুরস্কার আমাকে প্রকৃতি ও বন্যপ্রাণী নিয়ে সাংবাদিকতায় আরও দায়িত্বশীল করবে। তবে জীববৈচিত্র্য রক্ষায় কেবল জনসচেতনতা বৃদ্ধিই যথেষ্ট নয়। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে হলে জরুরি ভিত্তিতে ‘সংরক্ষিত এলাকা’ গড়ে তোলার দিকে নীতিনির্ধারকদের নজর দিতে হবে।’’

অন্যদিকে প্রিন্ট ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত মো. মিজানুর রহমান বলেন, ‘‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জীববৈচিত্র্যের এক অনন্য আধার। এই ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি নিয়ে কাজ করার স্বীকৃতি পাওয়াটা আনন্দের। এই পুরস্কার পরিবেশ সাংবাদিকতায় আমাকে আরও উৎসাহিত করবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গণমাধ্যমের যে দায়বদ্ধতা রয়েছে, আমি আমার লেখনীর মাধ্যমে তা পালন করে যেতে চাই।’’

সংগঠনের দুই সদস্যের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ইসলাম। অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘‘জাবি প্রেসক্লাবের সদস্যদের এই অর্জন সংগঠনের জন্য অত্যন্ত গর্বের। আমাদের সাংবাদিকরা কেবল ক্যাম্পাস রাজনীতির খবরেই সীমাবদ্ধ নন, বরং প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও যে গঠনমূলক সাংবাদিকতা করে যাচ্ছেন, এই পুরস্কার তারই স্বীকৃতি। আমি আশা করি, তাদের এই অর্জন অন্যদেরও পরিবেশ নিয়ে কাজ করতে উৎসাহিত করবে।’’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রজাপতি মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম ও জাকসুর অন্যান্য সদস্যবৃন্দ, বন বিভাগ, আইইউসিএন-সহ দেশের প্রকৃতি, পাখি, প্রজাপতি ও বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক।

উল্লেখ্য, প্রজাপতি সংরক্ষণ ও এ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা বর্ণাঢ্য আয়োজনে এই প্রজাপতি মেলা আয়োজন করে থাকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩