বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

মাভাবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো ক্লাব ফেস্ট ২.০ অনুষ্ঠিত

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সকল ক্লাবের সম্মিলিত আয়োজনে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী ২৫ ও ২৬ শে ডিসেম্বর ক্লাব ফেস্ট ২.০ অনুষ্ঠিত হয়েছে।

এই ক্লাব ফেস্ট ২.০ এর শুভ উদ্বোধনের বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আখন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ক্লাবে স্ততঃফিত অংশগ্রহণে এই ক্লাব ফেস্ট ২.০ এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। ফেস্টের দ্বিতীয় দিন সাংস্কৃতিক সন্ধ্যায় বর্ণিল আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা উপভোগ করবেন।

ক্লাব ফেস্ট ২.০ যে সকল ক্লাব অংশগ্রহণ করে সেইগুলো হলো মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি( মাভাবিপ্রবিসাস), মাভাবিপ্রবি ধ্রুবতারা, এমবিএমসি, নৃত্যধারা, সিডিসি, সিআরসি, বাঁধন,ফটোগ্রাফি সোসাইটি, স্পোর্টস ক্লাব, সাইন্স ক্লাব, রোটারেক্ট ক্লাব, ক্যারিয়ার ক্লাব, সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক , ভয়েজ রুট, স্পেস টেক এন্ড রিসার্চ ক্লাব , চিল্ড্রেন হ্যাভেন ক্লাব ও ইন্ডিজেনাস এসোসিয়েশন অফ এমবিএসটিইউ স্টুডেন্টস। ক্লাবগুলো বাহারি সাজে তাদের স্টল সাজিয়ে সদস্য আকর্ষিত করার চেষ্টা করে।তাদের কার্যাবলির ছবি, ফেস্টুন স্টলে সাজিয়ে নতুন সদস্য সংগ্রহ করে।

‎মাভাবিপ্রবি সাংবাদিক বিজয় সরকার বলেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে শুধু পড়াশোনা নয়, অন্যান্য বিভিন্ন ধরনের কাজে নেতৃত্বের গুণাবলি অর্জন করে সেটা এসব ক্লাবের কার্যের মাধ্যমে আসে। একজন শিক্ষার্থী তার মৌলিক ও সৃজনশীলতা বিকাশ ঘটান ক্লাবে কাজের মাধ্যমে।‎“ক্লাব ফেস্ট ২.০ এ অংশ নেওয়া সব ক্লাবই অসাধারণ উদ্দীপনা ও সৃজনশীলতার মাধ্যমে নিজেদের কার্যক্রম তুলে ধরেছে। সহপাঠীদের বহুমাত্রিক প্রতিভা একসাথে দেখার সুযোগ তৈরি হয়েছে এই আয়োজনের মাধ্যমে। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের ক্লাব কালচার, স্বেচ্ছাসেবী উদ্যোগ এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচিত করিয়ে দেওয়ার এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম।

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময়ই বিশ্বস্ত তথ্য, গণমাধ্যমচর্চা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কাজ করে আসছে। এই ফেস্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের কাজ, লক্ষ্য ও কার্যক্রম আরও সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আয়োজন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি।”

ধ্রুবতারা সভাপতি শফিকুল ইসলাম বাপন বলেন, গতবছর আমাদের বড় ভাই–আপুদের অভূতপূর্ব প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ক্লাব ফেস্ট আয়োজন করা হয়। তাদের সেই সুন্দর পথচলার ধারাবাহিকতাকে ধরে রেখে, এবছর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাবের যৌথ উদ্যোগে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে “ক্লাব ফেস্ট ২.০”, আগামী ২৫ ও ২৬ নভেম্বর, মুক্তমঞ্চ প্রাঙ্গণে।

আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্লাব তাদের নিজস্ব লক্ষ্য, স্বতন্ত্র কার্যক্রম ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে এই ক্যাম্পাসের মূল্যবোধ, সংস্কৃতি ও উদ্ভাবনী শক্তির প্রতিনিধিত্ব করে আসছে। ক্লাবগুলোর কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে মুক্ত চিন্তা, নেতৃত্বগুণ, সহযোগিতার মনোভাব এবং ব্যক্তিগত দক্ষতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর ফলে ক্যাম্পাসে একটি প্রাণবন্ত, শিক্ষণীয় এবং অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হয়েছে, যা আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করেছে।

‎ক্লাব ফেস্ট ২.০ শুধু একটি অনুষ্ঠান নয়—এটি সৃজনশীলতা, অনুপ্রেরণা, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার এক মহামঞ্চ। এখানে প্রতিটি স্টল, প্রতিটি কার্যক্রম, প্রতিটি প্রচেষ্টা আমাদের শিক্ষার্থীদের প্রতিভা, আগ্রহ ও স্বপ্নগুলোকে প্রকাশের সুযোগ করে দেবে।

আমরা আশা করি, এবারের আয়োজনও সকলের সম্মিলিত ভালোবাসা, পরিশ্রম ও অংশগ্রহণে আরও বর্ণিল, আরও সফল এবং আরও স্মরণীয় হয়ে উঠবে। মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বারের মতো আয়োজিত “Club Fest 2.0”-এ MBSTU Career Club-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমাদের বিশ্ববিদ্যালয়ের ১৮টি সক্রিয় ও সৃজনশীল ক্লাবের সমন্বয়ে এই আয়োজন শুধু একটি ফেস্ট নয়—এটি আমাদের শিক্ষার্থীদের প্রতিভা, দক্ষতা, নেতৃত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনার এক অনন্য প্রদর্শনী। প্রতিটি ক্লাব তাদের নিজস্ব বৈশিষ্ট্য ও কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‎Career Club সবসময় বিশ্বাস করে যে একজন শিক্ষার্থীর সফলতা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয়; ক্যারিয়ার সচেতনতা, দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং, নেতৃত্ব, টিমওয়ার্ক—এসবই তাকে গড়ে তোলে ভবিষ্যতের প্রতিযোগিতায় এগিয়ে রাখার জন্য।

এই Club Fest 2.0 সেই সুযোগকে আরও শক্তিশালী করে তুলবে। শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাবের কার্যক্রম সম্পর্কে জানবে, নিজের আগ্রহ অনুযায়ী নতুন পথ খুঁজে পাবে, এবং নিজেকে আরও উন্নত করার একটি নতুন দরজা খুলে যাবে।

‎MBSTU Career Club এই আয়োজনের অংশ হতে পেরে গর্বিত। আমরা আশা করছি—এই ফেস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা অঙ্গনের সংযোগকে আরও দৃঢ় করবে এবং শিক্ষার্থীদের নতুন উচ্চতায় পৌঁছাতে অনুপ্রাণিত করবে।

আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করার মাধ্যমে আমরা “Stay One Step Ahead”—এই মূলমন্ত্রকে বাস্তবে রূপ দিতে পারবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩